মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

আদালতে কান্নায় ভেঙে পড়লেন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

আদালতে কান্নায় ভেঙে পড়লেন হাজী সেলিম

রাজধানীর লালবাগ থানার একটি মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করে কাঠগড়ায় তোলার পর কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

কলেজছাত্র সাইফুল্লাহ হত্যার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া মামলায় সোমবার (২ সেপ্টেম্বর) হাজী সেলিমকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কাঠগড়ায় তোলা হলে তিনি কাঁদতে থাকেন।


বিজ্ঞাপন


হলফনামায় সই নিতে চাইলে তিনি সই করতে পারেন না বলে জানান। পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ।

আরও পড়ুন

হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে

haji_selim

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর