images

আন্তর্জাতিক

হিন্দুদের তিনটি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জনসংখ্যা ও ধর্মীয় পরিচয় ঘিরে চলমান রাজনীতি বিতর্ক নতুন করে উসকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিন্দু দম্পতিদের এক সন্তানে সীমাবদ্ধ না থেকে অন্তত দুই থেকে তিনটি সন্তান নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজ্যে মুসলিমদের সংখ্যা বাড়ছে উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন, ধর্মীয় সংখ্যালঘু (মুসলিম) অধ্যুষিত এলাকাগুলোতে জন্মহার তুলনামূলকভাবে বেশি, অথচ হিন্দু সম্প্রদায়ের মধ্যে তা ক্রমশ কমছে।

এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘তাই আমরা হিন্দু জনগণকে বলছি, এক সন্তানেই থামবেন না। অন্তত দু’টি সন্তান নিন। যারা পারেন, তারা তিনটি সন্তানও নিন।’

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ‘আমরা মুসলিমদের বলি, যেন সাত-আটটি সন্তান না নেয়। আর হিন্দুদের বেশি সন্তান নেওয়ার অনুরোধ করি। না হলে হিন্দু সমাজের ঘর দেখভালের মতো মানুষ থাকবে না।’

এর আগে, গত ২৭ ডিসেম্বর রাজ্যের জনসংখ্যাগত প্রবণতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৭ সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জনসংখ্যা ৪০ শতাংশে পৌঁছাতে পারে। তার দাবি, তিনি যখন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ) দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তখন মুসলিমদের জনসংখ্যা ছিল ২১ শতাংশ, যা ২০১১ সালের আদমশুমারিতে বেড়ে দাঁড়ায় ৩১ শতাংশে।

হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, ‘তাদের জনসংখ্যা ৪০ শতাংশেরও বেশি হবে। এমন দিন দূরে নয়, যখন ভবিষ্যৎ প্রজন্ম দেখবে আসামি জনগণের অনুপাত ৩৫ শতাংশের নিচে নেমে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দিক থেকে প্রায়ই বলা হয়, উত্তর-পূর্ব ভারতকে আলাদা করে বাংলাদেশে যুক্ত করা উচিত। তাদের যুদ্ধ করতে হবে না। একবার যদি তাদের জনসংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবেই উত্তর-পূর্ব ভারত তাদের হাতে চলে যাবে।”

বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসামে অভিবাসন, পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে আরও তীব্র করল।

সূত্র: এনডিটিভি

এমএইচআর