বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিগগিরই বাংলাদেশের অংশ হয়ে যাবে আসাম, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্তের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

শিগগিরই বাংলাদেশের অংশ হয়ে যাবে আসাম, শঙ্কা মূখ্যমন্ত্রী হিমন্তের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটি একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুয়াহাটিতে একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বলেন, ‘বর্তমানে আসামে জনসংখ্যার ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি ১০ শতাংশ বেশি বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘এই কারণেই আমি গত পাঁচ বছর ধরে বিষয়টি নিয়ে জোরালোভাবে কথা বলে যাচ্ছি।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মূলত, চলতি মাসের শুরুতে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য ঘিরেই এই ধরনের শঙ্কা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী।  

হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করে রাখা এবং সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া।

তিনি আরও দাবি করেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

হাসনাত আবদুল্লাহ এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার মতো হুমকি ভারত মেনে নেবে না। 

তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না।

এরআগে চলতি মাসের শুরুতে, । এজেন্ডা আজতক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে হিমন্ত দাবি করেছিলেন, কয়েক দশক ধরে অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে আদিবাসী অসমীয়া জনগোষ্ঠী অস্তিত্ব সংকটের মুখোমুখি হচ্ছে। মুসলিম জনসংখ্যা ৫০ শতাংশ অতিক্রম করলে আসামের অন্যান্য সম্প্রদায় টিকবে না। 

শর্মার অনুমান অনুসারে, আসামের মুসলিম জনসংখ্যা, যা ২০২১ সালে প্রায় ৩৮ শতাংশ ছিল, ১৯৬১ সাল থেকে ৪-৫ শতাংশ ধারাবাহিকভাবে দশকব্যাপী বৃদ্ধির হারের কারণে ২০২৭ সালের মধ্যে ৪০ শতাংশে উন্নীত হতে পারে। 

তিনি জনসংখ্যার পরিসংখ্যান উদ্ধৃত করে বলেন, আসামের মোট জনসংখ্যা ১৯৫১ সালে ৮০ লাখ থেকে বেড়ে আজ ৩ কোটি ১০ লাখে পৌঁছেছে, তবে আদিবাসী জনসংখ্যা প্রায় ৭০ লাখ রয়ে গেছে। তার মতে, বাকি ২ কোটি ৪০ লাখ মানুষ অবৈধ অভিবাসী।

সূত্র: ইন্ডিয়া টুডে


এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর