images

আন্তর্জাতিক

পাকিস্তানি বিমান ভূপাতিত করার ভারতের দাবি ‘হাস্যকর’: খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম

গত মে মাসে দুই প্রতিবেশীর মধ্যে সংঘাতে কমপক্ষে ছয়টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার ভারতীয় বিমানবাহিনীর প্রধানের দাবিকে ‘অবাস্তব’ এবং ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।  

শনিবার (০৯ আগস্ট) দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভারতীয় বিমানবাহিনীর প্রধান মার্শাল অমর প্রীত সিং দাবি করেন: ‘তাদের কাছে কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বৃহৎ নজরদারি বিমানসহ ছয়টি ভূপাতিত হওয়ার নিশ্চিত প্রমাণ আছে। 

তিনি আরও বলেন, ৩০০ কিলোমিটার দূর থেকে রাশিয়ান-নির্মিত এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধমে গুলি করে এসব বিমান ভূপাতিত করা হয়েছিল।

ভারতীয় বিমানবাহিনীর প্রধানের এই দাবির কয়েক ঘণ্টা পরই এ বিষয়ে সাাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। 

তিনি বলেন, ‘অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি বিমান ধ্বংসের ভারতীয় বিমানবাহিনী প্রধানের করা দাবিগুলো যতটা অবাস্তব, ঠিক ততটাই অযৌক্তিক। ভারত পাকিস্তানের একটিও বিমানকে আঘাত বা ধ্বংস করতে পারেনি।’

খাজা আসিফ বলেন, ‘তিন মাস ধরে এই ধরনের কোনো দাবি করা হয়নি, এখন এই ধরনের দাবি ভারতীয় রাজনীতিবিদদের কৌশলগত অদূরদর্শিতার কারণে ঊর্ধ্বতন ভারতীয় সামরিক কর্মকর্তাদের বিশাল ব্যর্থতা হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘যদিও পাকিস্তান সংঘাতের পরপরই, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ভারতের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য উপস্থাপন করেছিল। স্বাধীন পর্যবেক্ষক, বিশ্ব নেতা, ঊর্ধ্বতন ভারতীয় রাজনীতিবিদ থেকে শুরু করে গোয়েন্দারাও রাফায়েলসহ একাধিক ভারতীয় বিমানের ক্ষতির ব্যাপক স্বীকৃতি দিয়েছেন।’

আরও পড়ুন

ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, দাবি ট্রাম্পের

অবশেষে পাকিস্তানের হাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

আসিফ দাবি করেন, ‘সংঘাতে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যাটারি, ড্রোন ধ্বংস করেছে এবং বেশ কয়েকটি ভারতীয় বিমানঘাঁটি অকার্যকর করে দিয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি পাতিস্তানের চেয়ে অনুপাতিকভাবে বেশি।’

‘যুদ্ধ মিথ্যা তথ্য দিয়ে জয়ী হওয়া যায় না, বরং নৈতিক কর্তৃত্ব, জাতীয় সংকল্প এবং পেশাদার দক্ষতা দিয়ে জয়ী হতে হয়’— উল্লেখ করে তিনি আসল তথ্য উদঘাটনে উভয় দেশের বিমানের মজুদ স্বাধীনভাবে যাচাইয়ের আহ্বান জানান। 

সূত্র: ডন

এমএইচআর