ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আসলেই বিমান ভূপাতিত করা হয়েছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’ তবে কোন দেশ কতটি বিমান হারিয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
বিজ্ঞাপন
এরআগে পাকিস্তান বারবারই দাবি করেছে, সংঘাতে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান।
ভারত প্রথম দিকে এ বিষয়ে চুপ ছিলো । তবে সম্প্রতি ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে, পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ট্রাম্প বরাবরের মতো ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার জন্য কৃতিত্ব দাবি করেছেন এবং এই সংঘাত নিরসনে ১০ মে ওয়াশিংটন উভয় পক্ষের সঙ্গে আলোচনার পর তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া যুদ্ধবিরতির আহ্বানই মূল ভূমিকা রেখেছে।
তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে ভারত। নয়াদিল্লির দাবি, যুদ্ধ বন্ধে তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে একটি চুক্তিতে পৌঁছেছিল, যেখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না, এমনকি ট্রাম্পেরও কোনো কৃতিত্ব নেই।
সূত্র: আলজাজিরা
এমএইচআর

