images

আন্তর্জাতিক

এবার মার্কিন ‘এফ-৩৫’ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা স্থগিত করল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম

ভারতের পর এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘এফ-৩৫’ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে স্পেন। যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমানের পরিবর্তে ইউরোপীয়-নির্মিত ইউরোফাইটার বা তথাকথিত ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) এর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারে ইরোপীয় এই দেশটি। 

বুধবার (০৬ আগস্ট) স্প্যানিশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে স্পেনের দৈনিক এল পাইস এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, আগ্রহ এবং বাজেট বরাদ্দের অভাবে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিনের সঙ্গে ‘এফ-৩৫ লাইটেনিং২’ যুদ্ধবিমান কেনার প্রাথমিক আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সংবাদপত্রটি জানিয়েছে, স্প্যানিশ সরকার ২০২৩ সালের বাজেটে নতুন যুদ্ধবিমান কেনার জন্য ৬.২৫ বিলিয়ন ইউরো (৭.২৪ বিলিয়ন ডলার) বরাদ্দ করেছিল। এছাড়া গত এপ্রিল মাসে প্রস্তাবিত বাজেটে সরকার ১০ দশমিক ৪৭১ বিলিয়ন ইউরোর (১২ দশমিক ১২৬ বিলিয়ন ডলার) প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনা অনুমোদন করে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তবে অতিরিক্ত ১০.৫ বিলিয়ন ইউরোর বেশিরভাগই ইউরোপীয়-তৈরি সামরিক ব্যবস্থার ওপর ব্যয় করার পরিকল্পনার কারণে মার্কিন তৈরি যুদ্ধবিমান কেনা অসম্ভব হয়ে পড়েছে।

লকহিড মার্টিন এবং মাদ্রিদে অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

প্রসঙ্গত, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই বছরের শুরুতে ন্যাটোর প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তবে দীর্ঘমেয়াদে ব্যয় ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে অস্বীকৃতি জানান। সানচেজের এই অবস্থানের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

এদিকে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও তেল কেনার জন্য জরিমানা আরোপ করার ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ‘এফ-৩৫’ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে নয়াদিল্লি। ইতোমধ্যেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে ভারতীয় কতৃপক্ষ। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় এফ-৩৫ বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই দুদেশের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছিল। তবে সম্প্রতি নয়াদিল্লি মার্কিন কর্মকর্তাদের জানিয়েছে, তারা এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়। 

শুক্রবার (৩১ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ যাবতকালে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সরকার ভারতে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম ডিজাইন এবং উৎপাদনের ওপর জোর দিয়েছে।  

প্রসঙ্গত, মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিনের তৈরি এই ‘এফ-৩৫বি’ প্রকৃতপক্ষে একটি মাল্টিরোল যুদ্ধবিমান। অর্থাৎ, লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানোর পাশাপাশি নজরদারি বা গুপ্তচরবৃত্তির কাজেও একে ব্যবহার করা যেতে পারে। যুদ্ধবিমানটি ‘স্টেল্‌থ’ শ্রেণির হওয়ায় সহজে একে চিহ্নিত করতে পারে না কোনো রাডার।

‘এফ-৩৫বি’-এর আরও কয়েকটি বৈশিষ্ট রয়েছে। অত্যন্ত ছোট রানওয়েতে একে ওড়ানো সম্ভব। আবার উল্লম্ব ভাবেও অবতরণ করতে পারে। যুদ্ধবিমানটির মূল ভার্সানটির নাম ‘এফ-৩৫ লাইটনিং টু’। এর মোট তিন ধরনের মডেল রয়েছে। ‘এফ-৩৫বি’ মূলত বিমানবাহী রণতরীর জন্য তৈরি করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো— দেশগুলোকে এটি প্রচুর পরিমাণে বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাজ্য ছাড়াও নেদারল্যান্ডস এবং ইতালির কাছে রয়েছে এই মার্কিন যুদ্ধবিমান। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের আনুমানিক দাম ১১ কোটি ডলার। 

সূত্র: রয়টার্স

এমএইচআর