রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩৮ দিন পর ভারত ছাড়ল ব্রিটিশ ‘এফ-৩৫’ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

৩৮ দিন পর ভারত ভারত ছাড়ল ব্রিটিশ ‘এফ-৩৫’ যুদ্ধবিমান

ভারতের দক্ষিণী রাজ্য কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর থেকে টানা ৩৮ দিন আটকে থাকার পর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছে ব্রিটিশ বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ-৩৫বি’। 

মঙ্গলবার (২২ জুলাই)  সকালে কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে উদয়ন করে। ভারতে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 


বিজ্ঞাপন


ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, গত ১৪ জুন সকালে এফ-৩৫ বি যুদ্ধবিমানটি যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে যুদ্ধবিমানটি নিজ জাহাজে ফিরতে পারেনি। তাই পাইলট নিরাপত্তার কথা চিন্তা করে বিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করান। তবে অবতরণের পর যুদ্ধবিমানটিতে ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় বিমানটি সেখোনেই আটকে পড়ে। 

ভারতীয় বার্তা সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ জুন কেরালা উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ রণতরী ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ থেকে ওড়ে ‘এফ-৩৫বি’। কিন্তু জ্বালানি কম থাকায় তিরুঅনন্তপুরমের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেটি। শুধুমাত্র জ্বালানি কম থাকার কারণেই যে যুদ্ধবিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে, এমন নয়। খারাপ আবহাওয়ার কারণেও সাহায্য চান ওই যুদ্ধবিমানের পাইলট। এর পরই বিমান চলাচল নিয়ন্ত্রণ করে তাকে জরুরি অবতরণের অনুমতি দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

F351

অবতরণের পর বিমানটির হাইড্রোলিক যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে। শুরুতে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হলেও তা সমস্যার সমাধান করতে পারেনি। এরপর ত্রুটি মেরামতের জন্য গত ৬ জুলাই ব্রিটেন থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি দল অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছায়। তারা ২ সপ্তাহেরও বেশি দিন ধরে কাজ করার পর অবশেষে বিমানটি ওড়ার জন্য সবুজ সংকেত দেন। তার পর আজ ব্রিটেনের উদ্দেশে ছেড়ে গেল বিমানটি।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিনের তৈরি এই ‘এফ-৩৫বি’ প্রকৃতপক্ষে একটি মাল্টিরোল যুদ্ধবিমান। অর্থাৎ, লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানোর পাশাপাশি নজরদারি বা গুপ্তচরবৃত্তির কাজেও একে ব্যবহার করা যেতে পারে। যুদ্ধবিমানটি ‘স্টেল্‌থ’ শ্রেণির হওয়ায় সহজে একে চিহ্নিত করতে পারে না কোনো রাডার।

F351

‘এফ-৩৫বি’-এর আরও কয়েকটি বৈশিষ্ট রয়েছে। অত্যন্ত ছোট রানওয়েতে একে ওড়ানো সম্ভব। আবার উল্লম্ব ভাবেও অবতরণ করতে পারে। যুদ্ধবিমানটির মূল ভার্সানটির নাম ‘এফ-৩৫ লাইটনিং টু’। এর মোট তিন ধরনের মডেল রয়েছে। ‘এফ-৩৫বি’ মূলত বিমানবাহী রণতরীর জন্য তৈরি করা হয়েছে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের আনুমানিক দাম ১১ কোটি ডলার। 

সদ্যসমাপ্ত ইরান-ইসরায়েল যুদ্ধে ‘এফ-৩৫ লাইটনিং টু’- এর বহুল ব্যবহার করেছে ইহুদি বিমান বাহিনী। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো— দেশগুলোকে এটি প্রচুর পরিমাণে বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাজ্য ছাড়াও নেদারল্যান্ডস এবং ইতালির কাছে রয়েছে এই মার্কিন যুদ্ধবিমান।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর