আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ০৬:১২ পিএম
ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে হতাশ হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার জোট। একই সঙ্গে যত দ্রুত সম্ভব ইরানে হামলা বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আসবে বলে আশা করেন নেতানিয়াহু।
শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব কথা বলেন ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি।
তিনি বলেন, ‘যুদ্ধের বর্তমান বাস্তবতায় দুই সপ্তাহ অসীম, যদি তিনি ( ট্রাম্প) সত্যিই দুই সপ্তাহ বোঝাতে চেয়েছিলেন, তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে।’
লেভি আরও বলেন, দীর্ঘমেয়াদে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং তার আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও, ইসরায়েলের নিরাপত্তা সমস্যা দূর হবে না। কারণ, ইরান আবার তার পারমাণবিক কর্মসূচি শুরু করবে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরে পেতে পারে।
আরও পড়ুন
‘ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে’
ইসরায়েল হামলা অব্যাহত রাখলে ইরানের জবাব হবে আরও তীব্র: পেজেশকিয়ান
এদিকে ইসরায়েলের একজন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ‘ইসরায়েল এখনও আশা করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলায় যোগ দেবেন।’
কর্মকর্তা আরও বলেন, ‘আশা করা হচ্ছে তারা (যুক্তরাষ্ট্র) যোগ দেবে, আমরা আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে জানতে পারব। কিন্তু এ বিষয়ে কেউ তাদের চাপ দিচ্ছে না, তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে।’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে (কাৎজ) যা করতে বলেন, সে অনুসারেই বক্তব্য রাখেন কাৎজ। তিনি নিজে থেকে কোনো কিছু বলেন না।’
এমএইচআর