ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাত বন্ধ করার একমাত্র উপায় হল ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। একই সঙ্গে তিনি হুশিয়ারি দিয়েছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে প্রতিক্রিয়ায় ইরান আরও জোরালো জবাব দেবে।
শুক্রবার (২০ জুন) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
বিজ্ঞাপন
পেজেশকিয়ান বলেছেন ‘আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি। শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’
পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ‘এটি করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরও তীব্র এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখা যাবে’।
সূত্র: আলজাজিরা
বিজ্ঞাপন
এমএইচআর

