images

আন্তর্জাতিক

আলোচিত লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত, কীভাবে যাবেন?

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম

ভারত ও মালদ্বীপের মধ্যে হঠাৎ করে উত্তেজনার কারণ হয়ে উঠেছে লাক্ষাদ্বীপ। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী এই দ্বীপে ভ্রমণে গিয়ে ভারতীয়দের মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে ভ্রমণের আহ্বান জানান। তারপরই মালদ্বীপের কয়েকজন মন্ত্রী মোদিকে নিয়ে অপমানসূচক মন্তব্য করেন। তারপরই এটি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ভারত মালদ্বীপ বিতর্কের মধ্যে আকাশে উঠেছে লাক্ষাদ্বীপের পর্যটন ব্যবসা। হাজার হাজার ভ্রমণপিপাসু অনালাইনে লাক্ষাদ্বীপ সফরের বিষয়ে খোঁজ-খবর করতে শুরু করেছেন। কীভাবে সেখানে যাওয়া যায়, খরচ কত, কী কী না দেখলেই হয়, থাকবেন কোথায় এসব খোঁজ করছেন তারা।

আরও পড়ুন: মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য, মালদ্বীপ-ভারত উত্তেজনা

দ্বীপপুঞ্জে দিগন্তবিস্তৃত জলরাশি আর সুনীল আকাশের সঙ্গেই রয়েছে শ্যামল কানন। সারি সারি নারকেল গাছ। বার্ড আই ভিউ থেকে লাক্ষাদ্বীপ দেখলে চোখের পলক পড়বে না। প্রকৃতি যেন এখানে আপন খেয়ালে সাজিয়েছে নিজেকে।

লাক্ষাদ্বীপ সাগর এবং আরব সাগরের মাঝে অবস্থিত এই ৩৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি। লাক্ষাদ্বীপ বিখ্যাত মূলত সাদা বালি, আর পান্না সবুজ পানির অগভীর জলাশয়ের জন্য। রয়েছে স্বচ্ছ পানির হ্রদও। পানির রং কোথাও সবুজ, কোথাও নীলচে সবুজ, কোথাও আবার গাঢ় নীল।

সংস্কৃত ভাষায় লাক্ষাদ্বীপ শব্দের অর্থ লক্ষ দ্বীপের সমষ্টি। ৩২ বর্গকিলোমিটার আয়তন বিষয়টি এই দ্বীপপুঞ্জ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে ক্ষুদ্রতম। এখানের দ্বীপগুলোতে মূলতবিভিন্ন উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। সেই কারণেই এখানে যেতে গেলে ভারত সরকারের থেকে অনুমতি নিতে হয়।

অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। সেসব খতিয়ে দেখে এবং আবেদনকারীর তথ্য যাচাই করার পর ভ্রমণের অনুমতি মেলে। লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য সরকারি প্যাকেজ তো রয়েছেই, অনেক বেসরকারি ট্যুর অপারেটররাও এখানে ঘুরতে নিয়ে যান। তবে তাদের সরকারের অনুমোদন নিতে হয়।

আরও পড়ুন: মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়া শুরু

৩৬টি দ্বীপের মধ্যে মাত্র কয়েকটি দ্বীপে পর্যটকদের প্রবেশাধিকার রয়েছে। এর মধ্যে রয়েছে কাভারাত্তি, বাঙ্গারাম, আগাত্তি, কদমত, কালপেনি এবং মিনিকয়। সেগুলোর মধ্যে এক একটি দ্বীপ বিখ্যাত এক একটি কারণে। কোন কোন দ্বীপে আপনি থাকতে চান, বা যেতে চান, তার উপর নির্ভর করে সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে।

লাক্ষাদ্বীপে দুই ভাবে যাওয়া যায়। জাহাজে, এবং বিমানপথে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি হল লাক্ষাদ্বীপ ভ্রমণের সেরা সময়। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মার্চ থেকে মে মাসেও অনেকে ঘুরতে যান এখানে। এই সময় তাপমাত্রা তুলনায় সামান্য বেশি থাকে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হল অফ সিজন।

Lakshadweep, lakshadweep tour, লক্ষদ্বীপ, লাক্ষাদ্বীপ ভ্রমণ, ভারত, মালদ্বীপ।

সূত্র: দ্য ওয়াল

একে