images

আন্তর্জাতিক

মার্কিন হামলার নিন্দা করলো ইরাক 

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

বিভিন্ন সামরিক অবস্থানে মার্কিন হামলার নিন্দা করেছে ইরাক সরকার। মঙ্গলবার দেশটি যুক্তরাষ্ট্রের এ আক্রমণকে "স্পষ্ট শত্রুতামূলক কাজ" বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির মিডিয়া অফিস বলেছে, এই মার্কিন পদক্ষেপ হচ্ছে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পারস্পরিক স্বার্থ বজায় রাখার বিপরীত কাজ। 

ইরাকিরা মার্কিন ঘাঁটিতে হামলা করেছে, তাই যুক্তরাষ্ট্রও পাল্টা হামলা করেছে - এ ধরনের যুক্তিও সুদানি প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের বিষয়ে ইরান ও সিরিয়ার ঐক্যমত্য

ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন হামলায় দেশটির এক সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া বেসামরিক ইরাকি নাগরিক-সহ ১৮ জন আহত হয়েছে।

সোমবারের শেষ দিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, মার্কিন সামরিক বাহিনী কাতাইব হিজবুল্লাহ এবং ইরাকে তাদের সহযোগী গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত তিনটি স্থাপনায় প্রয়োজনীয় এবং আনুপাতিক হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই হামলাগুলো ইরাক এবং সিরিয়ায় মার্কিন কর্মীদের বিরুদ্ধে ইরানপন্থী মিলিশিয়াদের ধারাবাহিক আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২১ হাজার

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ওই দু’দেশে মার্কিন ও ইসরায়েলি স্বার্থের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। 

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় মার্কিন সমর্থনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এ আক্রমণ চালায় বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ