images

আন্তর্জাতিক

আজ আরও ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

আজ আরও ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন এ বিষয়টি জানিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় আটক আরও জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, গাজায় আটক ১৪ ইসরায়েলি জিম্মিকে ৪২ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে শনিবার মুক্তি দেওয়া হবে।

আরও পড়ুন: ইসরায়েলের মালিকানাধীন জাহাজে ইরানি ড্রোন হামলা

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন বলেছে, ‘আজ মোট ৪২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে।’

এর আগে আজ ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনকে অবহিত করেছিল, তবে তারা নির্দিষ্ট সময় দেয়নি।

মুক্তির জন্য বন্দীদের তালিকায় রয়েছে ১৮ জন নারী ও ২৪ জন নাবালক।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার ঠিক বাইরে ওফার কারাগারের মাধ্যমে মুক্তি ঘটবে এসব ফিলিস্তিনির।

আরও পড়ুন: ‘ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা বিজয়ী হবে’

এর আগে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ১৩ ইসরায়েলি জিম্মির পরিবারের সদস্যরা তাদের স্বস্তির কথা জানিয়েছেন। মুক্তি পাওয়া এই দলটিকে রেডক্রসের ব্যবস্থাপনায় গাজা থেকে মিসরে নেওয়ার পর এখন ইসরায়েলে ফিরিয়ে আনা হচ্ছে।

তাদের মুক্তির পরপরই পশ্চিম তীরের বেইতুনিয়া চেকপয়েন্ট এলাকায় মুক্তি দেওয়া হয়েছে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে, যাদের মধ্যে ১৫ জন কিশোর রয়েছে।

এছাড়া কাতারের মধ্যস্থতায় কার্যকর হওয়া চুক্তির আওতায় আরও ১০ থাই নাগরিক ও একজন ফিলিপিনোকে মুক্তি দিয়েছে হামাস। কাতার চুক্তির শর্ত অনুযায়ী মোট ৫০ জন ইসরায়েলি জিম্মি ও ১৫০ জন ফিলিস্তিনি বন্দী চার দিনের যুদ্ধবিরতির মধ্যে মুক্তি পাওয়ার কথা।

শুক্রবার হামাস যেসব জিম্মিকে মুক্তি দিয়েছে তাদের ইসরায়েলে ফিরিয়ে নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য মিসরের একটি হাসপাতালে নেওয়া হয়।

ইসরায়েলি বন্দীদের মধ্যে দুই, চার, ছয় ও ৯ বছর বয়সের-মোট চারটি শিশুর পাশাপাশি ৮৫ বছর বয়সী এক নারীও আছেন।

সূত্র : আল-জাজিরা, বিবিসি, মিডল ইস্ট আই

এমইউ