বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা বিজয়ী হবে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

‘ইসরায়েলের বিরুদ্ধে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা বিজয়ী হবে’
ফিলিস্তিনি যোদ্ধারা্ ছবি: আই-২৪ নিউজ,

ইসরায়েলের বিরুদ্ধে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা বিজয়ী হবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এ মন্তব্য করেছেন। তার মতে, তিনি আত্মবিশ্বাসী যে ফিলিস্তিনপন্থী প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবে এবং ইসরায়েলি সরকার চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হবে।

বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে নাসরাল্লাহ এই মন্তব্য করেন। এ সময় তারা মধ্যপ্রাচ্য অঞ্চল, বিশেষ করে ফিলিস্তিন ও লেবাননের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।


বিজ্ঞাপন


সাইয়্যেদ নাসরুল্লাহ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের চলমান প্রতিরোধ যুদ্ধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বহু ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: ‘ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনকে ধ্বংস করা যাবে না’

সাক্ষাতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধারপরাধ বন্ধ করার জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে।

ইরানের এ শীর্ষ কূটনীতিক বলেন, ফিলিস্তিনি জনগণের প্রবল প্রতিরোধের সামনে যুদ্ধ জয়ের ব্যাপারে হতাশার কারণেই হামাসের সঙ্গে বন্দী বিনিময় ও সাময়িক যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইসরায়েল।


বিজ্ঞাপন


সাক্ষাতে আমির-আব্দুল্লাহিয়ান ও সাইয়্যেদ নাসরুল্লাহ গাজা যুদ্ধের সম্ভাব্য পরিণতি এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধের জের ধরে করনীয় সম্পর্কে আলোচনা করেন বলে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমিনি জানান।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বৈরুতে হামাসের ডেপুটি পলিটব্যুরো প্রধান খলিল আল-হাইয়া এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: হামাসের নৌ কমান্ডার বিমান হামলায় নিহত: ইসরায়েল

অপরদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েলকে হতাশ করেছে। তারা আরও বলেছে, গাজায় ইসরায়েলিরা ‘দ্রুততম সময়ের মধ্যে বিজয়’ অর্জনের যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। 

হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা এ পর্যন্ত গাজায় অনুপ্রবেশকারী ৩৩৫টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছি। আমাদের যোদ্ধারা এখনও যার যার অবস্থানে থেকে লড়াই করে যাচ্ছে।”

আবু উবায়দা বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের সংখ্যা গোপন করছে তেল আবিব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনও ইসরায়েলি সেনাদের প্রাণহানি সেভাবে শুরুই হয়নি। আগ্রাসন অব্যাহত রাখলে ইসরায়েলি সেনারা বেশুমার মারা পড়বে বলে তিনি উল্লেখ করেন।

অডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলি সেনারা তাদের সেনাদের লাশ সব সময় তুলে নেওয়ারও সুযোগ পায় না এবং যেসব ক্ষেত্রে লাশ নিতে পারে না - সেসব ক্ষেত্রে বিমান থেকে বোমাবর্ষণ করে ওইসব সেনার লাশ কিংবা ক্ষতিগ্রস্ত সামরিক যান ধ্বংস করে ফেলে।

হামাসের এই মুখপাত্র বলেন, “আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, ইসরায়েলি নেতারা আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের নিজেদের সেনাদেরকেও এই গণহত্যার কেন্দ্রবিন্দুতে পাঠিয়ে দিয়েছে। এ পর্যন্ত যুদ্ধে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, যেসব সেনাকে ইসরায়েলিরা ফ্রন্টে পাঠিয়েছে তারা আসলে যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং এ যুদ্ধের পরিণতিও তাদের জানা নেই।”

আবু উবায়দা বলেন, ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত করার যে কথা বলছে সেটি গণহত্যা, বর্বরতা, সম্মিলিত শাস্তি ও জাতিগত শুদ্ধি অভিযান ছাড়া আর কিছু নয়। আমরা আল্লাহর ইচ্ছায় যত দিন প্রয়োজন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

সূত্র : প্রেস টিভি, ফিলিস্তিনি ক্রনিকল

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর