images

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে যাওয়া আফগান শরণার্থীরা এখনও আশ্রয়হীন

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

পাকিস্তান থেকে কয়েকশ আফগান শরণার্থীদের নিজেদের দেশে নিয়ে গেছে যুক্তরাজ্য। তবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরও তাদেরকে সঠিক আশ্রয় দিতে পারেনি ব্রিটিশ সরকার। এসব আফগান শরণার্থীকে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। সেই সময় দেশটিতে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে কাজ করা কয়েকশ আফগানকে পাকিস্তানে সরিয়ে নেই ব্রিটেন। তারপর থেকে তারা পাকিস্তানেই বাস করছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন: ১৪ লাখ আফগান শরণার্থীর থাকার মেয়াদ বাড়াল পাকিস্তান

চলতি মাসের শুরু থেকে অবৈধ বিদেশিদের পাকিস্তান ছাড়তে বাধ্য করে আনোয়ার উল হক কাকার সরকার। মনে করা হয় পাকিস্তানে প্রায় ১৭ লাখ আফগান শরণার্থী বসবাস করেন। তাদের মধ্যে লাখ লাখ লোক অবৈধ, যাদের শরণার্থী হিসেবে কোনো বৈধতা নেই।

পাকিস্তান সরকারের কড়াকড়ির পর ২০২১ সালে সরিয়ে নেওয়া আফগান শরণার্থীদের নিজ দেশে নিয়ে যায় যুক্তরাজ্য। তবে এখনও তাদের সঠিক আশ্রয় করতে পারেনি সুনাক সরকার। ব্রিটিশ সরকার তাদের রাখতে বাসস্থানে খোঁজ করছে। পাকিস্তান থেকে যুক্তরাজ্যে যাওয়া আফগানদের সংখ্যা প্রায় তিন হাজার।

ইন্ডিপেনডেন্টের মতে, কিছু স্থানান্তরিত পরিবারকে সশস্ত্র বাহিনীর আবাসনে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু শত শত আফগানকে সাত ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা সামরিক ব্যারাকে রাখা হয়েছে।

আরও পড়ুন: তালেবানের পদক্ষেপের সুফল, বিশ্বে আফিম সরবরাহ কমেছে ৯৫ শতাংশ

ব্যারাকগুলো যুক্তরাজ্যের লফবরো, গ্লৌচেস্টারশায়ার, ব্ল্যাকপুল এবং স্টাফোর্ডশায়ার এলাকায় অবস্থিত। একটি সামরিক ঘাঁটিতে থাকা এক শরণার্থী ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে, জায়গাটি থেকে বের হওয়া কোনো উপায় নেই।

একে