চার মাস বিলম্বের পর শুক্রবার প্রায় ১৪ লাখ আফগান শরণার্থীর বৈধতা বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। বছরের শেষ পর্যন্ত এর মেয়াদ অব্যাহত থাকবে। তারা দেশটি অনিবন্ধিত আফগান এবং অন্যান্য বিদেশি নাগরিকের বহিস্কারের সিদ্ধান্ত বহাল রেখেছে।
পাকিস্তানে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের মধ্যে এই ঘোষণাটি এসেছে। এর মধ্যে বেশিরভাগই আফগান শরনার্থী।সরকারিভাবে আনুমানিক আনুমানিক ১৭ লাখ আফগান শরনার্থী রয়েছে দেশটিতে। খবর ডনের
বিজ্ঞাপন
পাকিস্তানের সরকারি ঘোষণায় বলা হয়, 'পাকিস্তান সরকার ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিবন্ধিত আফগান শরণার্থীদের ইস্যু করা নিবন্ধনের প্রমাণ বা পিওআর কার্ডের বৈধতা বাড়াতে পেরে আনন্দিত।'
আরও পড়ুন: পাকিস্তানে আফগান শরণার্থী নারী ও শিশুদের সুরক্ষা চায় জাতিসংঘ
পাকিস্তানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের এক মুখপাত্র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, জুলাইয়ের শুরুতে এই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তিনি বলেন, বিলম্বের কারণে শরণার্থী পরিবারগুলো হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে, বিশেষ করে দমন-পীড়ন শুরু হওয়ার পর।
নিবন্ধিত শরণার্থীরা হচ্ছে মূলত ১৯৭০ থেকে শুরু করে কয়েক দশকের সংঘাত এবং নিপীড়ন থেকে পালিয়ে আসা আফগান। পাকিস্তান ইদানীং প্রতি ছয় মাস অন্তর তাদের পিওআর কার্ড নবায়ন করছিল। কিন্তু এই বছরের ৩০ শে জুন তাদের মেয়াদ শেষ হওয়ার পরে তারা আর এর মেয়াদ বাড়ায়নি। শুক্রবারের বিবৃতিতে এর বিলম্বের কারণও ব্যাখ্যা করা হয়নি।
বিজ্ঞাপন
অক্টোবরের শুরুতে ইসলামাবাদ হঠাৎ করে বৈধ কাগজপত্র ছাড়া সব বিদেশিকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এক মাস সময় দেয়। যারা ১ নভেম্বরের সময়সীমার পরে অবস্থান করবে তাদের স্থানীয় অভিবাসন আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হবে এবং বহিষ্কার করা হবে বলেও জানায় পাকিস্তানি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: তালেবানের পদক্ষেপের সুফল, বিশ্বে আফিম সরবরাহ কমেছে ৯৫ শতাংশ
বুধবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বলেন, এই ঘোষণার পর থেকে আড়াই লাখেরও বেশি আফগান স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
আফগানিস্তানের তালিবান সরকার নির্বাসন পরিকল্পনার নিন্দা করে ইসলামাবাদকে এটি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোও আফগানদের বলপূর্বক বহিষ্কারের সমালোচনা করে। তারা বলছে যে, এর ফলে আফগানিস্তানে মানবিক সংকট তৈরি হতে পারে।
শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও আফগানদের আটক ও নির্বাসন অবিলম্বে বন্ধ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে।
একে