images

আন্তর্জাতিক

ভারতে ৮ দিন ধরে সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিক, মেলেনি আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২৩, ১১:৩২ এএম

ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আট দিন ধরে আটকে রয়েছেন ৪১ শ্রমিক। নানা চেষ্টার পর শুক্রবারের পর থেকে উদ্ধারকাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন নতুন কৌশল হাতে নেয়া হয়েছে। তাদের উদ্ধারে এখন পাঁচটি পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বিকল্প পরিকল্পনার ওপর জোর দেওয়া হচ্ছে। উদ্ধারকারীরা এত দিন সামনের দিক থেকে সুড়ঙ্গের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, এবার ওপর দিক থেকে খোঁড়ার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে নতুন একটি রাস্তা তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সুড়ঙ্গে পৌঁছানো সহজ হবে।

আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী মোদির পুনর্নির্বাচন ইস্যুতে নানান শঙ্কা

শুক্রবার বিকেলে সুড়ঙ্গ খোঁড়ার সময় বিকট শব্দ কানে আসে। ভেতরের কোথাও কোথাও ধস নামে। তারপর কাজ বন্ধ করে দেন উদ্ধারকারীরা।

১২ নভেম্বর ভোর ৪টায় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় নির্মাণাধীন এই টানেলের ভেতরে ধসের ঘটনা ঘটে। ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটির একটি অংশ ধসে পড়ায় আটকা পড়েন ৪১ জন শ্রমিক। ৭ দিনেরও বেশি সময় হয়ে গেলেও এখনো আটকে আছেন একইভাবে। উদ্ধারে আরও ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ঘটনার পর থেকে এতদিন ৪০ জন শ্রমিকের কথা বলা হলেও, শনিবার সেই সংখ্যা ৪১ বলে জানানো হয়েছে। টানেলে আটকে থাকার সময় দীর্ঘ হওয়ায় তাদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগও বাড়ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকরা সবাই সুস্থ আছেন। মেশিন দিয়ে টানেলটি সোজাসুজি খননের চেষ্টা করা হয়েছিল। কিন্তু এতে উদ্ধারকারীরা ব্যর্থ হয়েছেন। এজন্য এবার উলম্ব বা সুড়ঙ্গের ছাদ খুঁড়ে শ্রমিককে উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে আরও উদ্ধারকারী দল যাতে সহজে সুড়ঙ্গের কাছে পৌঁছাতে পারে, তার জন্য নতুন রাস্তা বানাচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন।

আরও পড়ুন: মিয়ানমারে সেনা আটক বিদ্রোহীদের, ৪৩ সেনা পালিয়ে ভারতে

এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তর ও বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পাঁচটি পদ্ধতিতে উদ্ধারকাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ভাস্কর খুলবে বলছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শুধুমাত্র একটি পরিকল্পনায় কাজ করার পরিবর্তে তাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে একসঙ্গে পাঁচটি পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত।

একে