images

আন্তর্জাতিক / অফবিট

টনি খান: পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তির নাম শহিদ খান। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। তার ছেলের নাম টনি খান।

শহিদের মালিকাধীন ‘জ্যাকসনভিল জাগুয়ার’ ফুটবল দলের বর্তমান বাজারমূল্য ৬,২৯৬ কোটি ভারতীয় রুপি।

আরও পড়ুন: ফিলিস্তিন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানি প্রেসিডেন্ট

এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ‘ফুলহ্যাম এফসি’ নামে একটি ফুটবল দল রয়েছে তার। ২,৪৫৩ কোটি ভারতীয় রুপি দিয়ে এই দলটি কিনেছিলেন তিনি।

‘ফ্লেক্স-এন-গেট’ নামে একটি সংস্থা রয়েছে শহিদের। বর্তমানে পাকাপাকি ভাবে আমেরিকাতেই বসবাস করেন তিনি।

shahid-khan-penthouse-featured1-1152x648
পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তির নাম শহিদ খান (ফাইল ফটো)। ছবি: ফোর্বস

শাহিদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার ১৪০ কোটি ডলার। তার আয়ের প্রধান উৎস গাড়ির যন্ত্রাংশ বিক্রি। বর্তমানে বিশ্বের সেরা ধনীদের তালিকায় ২৯১ নম্বরে নাম রয়েছে শহিদের।

তবে কম যান না শাহিদ খানের ছেলে টনি খানও। বাবার সম্পত্তিকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে উঠেপড়ে লেগেছেন তিনি।

টনির আসল নাম অ্যান্টনি রফিক খান। বর্তমানে শহিদের সিংহভাগ ব্যবসার দায়িত্বভার টনিই সামলাচ্ছেন।

আরও পড়ুন: ছেলেদের সঙ্গে যোগাযোগের জন্য যা করলেন ইমরান খান

শহিদ খানের মূল ব্যবসা তার সংস্থা ফ্লেক্স-এন-গেটের মাধ্যমে ধাতব উপাদান তৈরি এবং সরবরাহ করা। তবে টনি বেশি মেতে থাকেন বাবার ফুটবল ক্লাব নিয়েই।

টনির জন্ম আমেরিকার ইলিনয়ে। সেখানেই তিনি বড় হয়েছেন। যদিও বাবার মতো তার শিকড়ও পাকিস্তানে।

বাবার ‘জ্যাকসনভিল জাগুয়ার’ এবং ‘ফুলহ্যাম এফসি’ ছাড়াও ‘অল এলিট রেসলিং’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন টনি। এছাড়াও, ‘ট্রুমিডিয়া নেটওয়ার্ক’, ‘অ্যাক্টিভিস্ট আর্টিস্ট ম্যানেজমেন্ট’ এবং ‘রিং অফ অনার’ নামে সংস্থাগুলোর সঙ্গে যুক্ত তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী টনি খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি ভারতীয় রুপি। ইনস্টাগ্রামে টনির ফলোয়ারদের সংখ্যা প্রায় দুই লাখ।

সূত্র : এবিপি

এমইউ