images

আন্তর্জাতিক

বিয়ার ভর্তি ট্যাংকিতে প্রস্রাব করছেন কর্মী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম

জনপ্রিয় বিয়ার কোম্পানির ফ্যাক্টরিতে বিয়ারের বিশাল ট্যাংকিতে প্রস্রাব করতে দেখা গেছে এক কর্মীকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ওই কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে কোম্পানি।

বিবিসির খবরে বলা হয়েছে, চীনের জনপ্রিয় বিয়ার কোম্পানি সিংতাওর ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটেছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ দেখেছে।

আরও পড়ুন: চীন পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে: যুক্তরাষ্ট্র

সংস্থাটি জানিয়েছে যে, ভিডিওটি নজরে আসার সাথে সাথেই এটি পুলিশকে সতর্ক করেছিল, যোগ করে যে উপাদানগুলির ব্যাচটি সিল করা হয়েছে। 

সিংতাও চীনের শীর্ষ বিয়ার উৎপাদক এবং এর বৃহত্তম রফতানিকারক। বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট ও ইউনিফর্ম পরিহিত একজন কর্মী একটি উঁচু দেয়ালের ওপরে উঠে পাত্রে প্রস্রাব করছেন।

স্থানীয় নিউজ আউটলেট দ্য পেপার শুক্রবার জানিয়েছে, ক্লিপটির অবস্থান ট্যাগে লেখা আছে 'সিংতাও বিয়ার নং-৩ ফ্যাক্টরি'। ব্যবসায়িক আউটলেট 'ন্যাশনাল বিজনেস ডেইলি' পরে একটি অভ্যন্তরীণ উৎসকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, ভিডিও গ্রহণকারী ব্যক্তি এবং এতে দায়ী ব্যক্তি উভয়ই কোম্পানির সরাসরি কর্মচারী নন।

আরও পড়ুন: চীনের বড় চুক্তি, নেপালে ব্যয়বহুল বিমানবন্দর

শুক্রবার প্রকাশিত একটি বিবৃতিতে, পিংডু সিটির বাজার তদারকি ও প্রশাসনের ব্যুরো বলেছে যে, তারা অবিলম্বে একটি দল গঠন করেছে এবং ভিডিওটি দেখার পরে ঘটনাস্থলে তদন্ত করছে। ওই ট্যাংকি সিল করে দেওয়া হয়েছে।

এটি আরও যোগ করেছে যে, বিস্তারিত জানতে তারা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে। চীনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ক্লিপটি দেখে হতবাক হয়েছে, কারণ ব্র্যান্ডটি দেশে এবং বিদেশে ব্যাপকভাবে পরিচিত।

একে