শনিবার, ১৮ মে, ২০২৪, ঢাকা

চীন পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

চীন পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে: যুক্তরাষ্ট্র
চীনের সামরিক কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সামরিক যানবাহন। ২০১৯ সালের ছবি- রয়টার্স

চীন গত এক বছরে পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছে বলে এক রিপোর্টে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই রিপোর্টে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করেছে যে, এখন চীনের প্রায় ৫০০ পারমাণবিক অস্ত্র রয়েছে।

পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেইজিং আশা করছে ২০৩০ সালের মধ্যে এক হাজার পারমাণবিক অস্ত্র নিশ্চিত করে নিজস্ব মজুত দ্বিগুণ করবে। খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসির


বিজ্ঞাপন


আরও পড়ুন: চীনের বড় চুক্তি, নেপালে ব্যয়বহুল বিমানবন্দর

তবে এসব অস্ত্রের ঝুঁকির বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, চীন এখনও ‘নিজে হামলার শিকার না হলে আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার’ নীতিতে অবিচল রয়েছে। চীনের পারমাণবিক অস্ত্রের মজুত প্রাক্কলনকে ছাড়িয়ে গেলেও তা এখনো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।

ইনডিপেনডেন্ট স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুসারে, রাশিয়ার কাছে প্রায় ৫ হাজার ৮৮৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ২৪৪টি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ অনুমান করেছিল, চীনের প্রায় ৪০০টি পারমাণবিক অস্ত্র আছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ঘোষণা করছেন, দেশটি ২০৪৯ সালের মধ্যে একটি ‘বিশ্বমানের সেনাবাহিনী’ গড়ে তুলবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চীনা ধনকুবের নিখোঁজ, আটকের গুঞ্জন!

যুক্তরাষ্ট্রের শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমাদের মতে তারা আগের অনুমান ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ উদ্বেগের।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীন সম্ভবত ২০২২ সালে তিনটি নতুন ক্লাস্টার মিসাইল সাইট নির্মাণ শেষ করেছে। এর মধ্যে অন্তত ৩০০টি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) সাইলো রয়েছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর