আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
নাগর্নো-কারাবাখের একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ২০ জন নিহত এবং আরও শতাধিক আহত হয়েছেন। স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।
এ সময় প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আর্মেনিয়ান সরকার বলেছে, স্থানীয় বাহিনী আজারবাইজানের কাছে আত্মসমর্পণের পর থেকে ১৯ হাজার শরণার্থী ছিটমহল থেকে আর্মেনিয়ায় প্রবেশ করেছে।
আরও পড়ুন: কারাবাখে আজারবাইজানের সাম্প্রতিক সফলতা গর্বের বিষয়: এরদোয়ান
বিতর্কিত অঞ্চলটিতে প্রায় এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনিয়ান বাস করেন।
আর্মেনীয়দের কাছে স্টেপানাকার্ট নামে পরিচিত খানকেন্দি শহরের কাছে সোমবার সন্ধ্যায় কী কারণে বিস্ফোরণ হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: কেন দূরত্ব বাড়ছে তুরস্ক-ভারতের?
সেখানকার পেট্রোল স্টেশনগুলোতে অনেক মানুষ জড়ো হয়েছেন। কারণ হাজার হাজার আর্মেনিয়ান এই অঞ্চলটি ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। এক মাস ধরে অবরোধের কারণে সেখানে জ্বালানি ঘাটতি আছে।
আর্মেনিয়াকে নাগর্নো-কারাবাখ ছিটমহলের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তাটি শত শত গাড়ি এবং বাসের কারণে ভরে গেছে। সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। জাতিগত আর্মেনীয়রা সীমান্তের ওপারের গোরিস শহরে পৌঁছানোর চেষ্টা করছে।
সূত্র : বিবিসি
এমইউ