images

আন্তর্জাতিক

রেকর্ড পরিমাণ রাশিয়ান সার কিনছে যুক্তরাষ্ট্র: পরিসংখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

এই বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণ রাশিয়ান সার আমদানি করেছে। এসব সারের মূল্য ছিল ৯৪৪ মিলিয়ন ডলার। মার্কিন পরিসংখ্যান পরিষেবার সর্বশেষ তথ্য অনুসারে এ বিষয়টি জানা গেছে। 

২০২২ সালের একই সময়ের তুলনায় এ কেনাকাটা পাঁচ শতাংশ বেড়েছে। যাইহোক এ রাশিয়ার পণ্যের আমদানি জুলাইয়ের তুলনায় জুন মাসে তিনগুণ কমেছে। তবে এ সারের আমদানি ২০২১ সালের আগস্ট থেকে তাদের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

আরও পড়ুন: ‘ক্রিমিয়ায় নৌ সদর দফতরের হামলায় ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা নিহত’ 

রাশিয়া এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম সার সরবরাহকারী ছিল। আমেরিকায় সার রফতানিতে কানাডার পরের অবস্থানে আছে দেশটি। রাশিয়া জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ২.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছিল। 

রাশিয়া বিশ্বের বৃহত্তম সার উৎপাদক। দেশটি বিশ্বের ১৫ শতাংশ সার উৎপাদন করে।

আরও পড়ুন: কানাডা ও আমেরিকার সহায়তা পেতে মরিয়া জেলেনস্কি

রুশ সার রফতানি সরাসরি পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ছিল না। এরপরও রাশিয়া সফলভাবে এশিয়ায় সার রফতানি অব্যাহত রেখেছে।

রাশিয়ান ফার্টিলাইজার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের প্রধান আন্দ্রে গুরিয়েভ মে মাসে অনুমান করেছিলেন যে বছরের শেষ নাগাদ পণ্যটির রফতানি প্রাক-নিষেধাজ্ঞার স্তরে পৌঁছাতে পারে।

সূত্র : আরটি

এমইউ