শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

‘ক্রিমিয়ায় নৌ সদর দফতরের হামলায় ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা নিহত’ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

‘ক্রিমিয়ায় নৌ সদর দফতরের হামলায় ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা নিহত’ 
সেভাস্তোপলে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট (কৃষ্ণসাগরীয় নৌবহর) সদর দফতরে ক্ষেপণাস্ত্র হমলার পরের দৃশ্য। ছবি: কিয়েভ পোস্ট

ক্রিমিয়ায় রাশিয়ার নৌ সদর দফতরে চালানো হামলায় ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী এ দাবি করেছে।

শুক্রবার ক্রিমিয়ান বন্দর শহর সেভাস্তোপলে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট (কৃষ্ণসাগরীয় নৌবহর) সদর দফতরে একটি ক্ষেপণাস্ত্র হমলার পর ইউক্রেন বলেছে, ‘ঊর্ধ্বতন রাশিয়ান নৌবাহিনীর কমান্ডারসহ অনেকে হতাহত হয়েছেন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদর দফতরে ইউক্রেনের হামলা

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ‘আক্রমণের বিস্তারিত তথ্য যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা হবে এবং এর ফলে রুশ নৌবাহিনীর শীর্ষ কমান্ডারসহ কয়েক ডজন ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।’

তারা জানিয়েছেন, ‘রাশিয়ান নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক চলছিল, ওই সময় হামলা করা হয়েছে।’

আরও পড়ুন: ইউক্রেনের ১৯ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার


বিজ্ঞাপন


ইউক্রেনের এ দাবির বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে রুশ আক্রমণকে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে মূল কেন্দ্র হিসেবে কাজ করছে ক্রিমিয়া। এ অঞ্চলের সেভাস্তোপল শহরটি ১৯ শতক থেকে রুশ কৃষ্ণসাগরীয় নৌবহরের প্রধান ঘাঁটি। রুশ-ইউক্রেনীয় যুদ্ধের শুরু থেকেই রাশিয়ান নৌবাহিনীর অভিযানের জন্য এ ঘাঁটিটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সূত্র : আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর