images

বিনোদন

গোল্ডেন গ্লোবে ‘আরআরআর’ সিনেমার বাজিমাত

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি ২০২৩, ১১:১৪ এএম

গেল বছর মুক্তি পাওয়া দক্ষিণি সিনেমা ‘আরআরআর’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। সেই ঝড় এসে গতি পেল মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে। এই ছবির ‘নাটু নাটু’ গানটি জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। এই বিভাগে টেলর সুইফ্ট ও লেডি গাগার মতো শিল্পীদের টেক্কা দিয়েছে রাহুল সিপলিগুঞ্জ-কলা ভৈরবের গাওয়া গানটি।

গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়নের তালিকায় আগেই জায়গা করে নিয়েছিল ২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবিটি। সেরা মৌলিক গান ও সেরা ছবির মনোনয়ন পায় ‘আরআরআর’।

এ সম্পর্কিত আরও খবর
আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে টিকিট
কেন আনকাট সেন্সর পায়নি ‘আরআরআর’

যুক্তরাষ্ট্রে ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করছেন অভিনেতা জেরোড কারমাইকেল। পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিশ্বব্যাপী প্রশংসিত সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তারা।

গোল্ডেন গ্লোবে নমিনেশন ও পুরস্কার জয়ে সংশ্লিষ্ট মহলের ধারণা, অস্কারেও দারুণ কিছু অপেক্ষা করতে পারে সিনেমাটির জন্য।

/আরএসও