রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

কেন আনকাট সেন্সর পায়নি ‘আরআরআর’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১১:৩০ এএম

শেয়ার করুন:

কেন আনকাট সেন্সর পায়নি ‘আরআরআর’
এক সিনেমায় দক্ষিণী সিনেমার দুই মহারথী রামচরণ ও জুনিয়র এনটিআর । ছবি: সংগৃহীত

মুক্তির আগেই দক্ষিণী সিনেমা ‘আরআরআর’ নিয়ে উত্তেজনা চরমে। এর পেছনে অবশ্য কারণও আছে। প্রথমত, ‘বাহুবলি’র মতো দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর আবার নতুন ছবি আনছেন এস এস রাজমৌলি। দ্বিতীয়ত, এই ছবিতে দক্ষিণী ও বলিউড তারকাদের মেলবন্ধন ঘটেছে। একদিকে যেমন আছেন দক্ষিণের সিনেমা জগতের দুই মহারথী রামচরণ ও জুনিয়র এনটিআর, অন্যদিকে রয়েছেন বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণ।

তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তেলেগু সংস্করণে সিনেমাটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায়নি। কিছু অশ্লীল সংলাপের ওপর কাঁচি চালিয়েছেন সেন্সরবোর্ডের সদস্যরা। ‘ইন্ডিয়ান’ শব্দটিও সরানো হয়েছে একটি বিশেষ সংলাপ থেকে। সেই তুলনায় হিন্দি ডাব করা সংস্করণে সেরকম কাঁচি চলেনি।

এর ফলে ‘আরআরআর’-এর তেলেগু সংস্করণের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ছয় মিনিট ৫৪ সেকেন্ড থেকে কমে হয়েছে ৩ ঘণ্টা এক মিনিট ৫৩ সেকেন্ড। প্রায় ৫ মিনিট ছেঁটে ফেলা হয়েছে ছবি থেকে। ১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি লম্বা দৃশ্য কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। কৃতজ্ঞতা তালিকা কমিয়ে করা হয়েছে ৩ মিনিট ২৬ সেকেন্ড।

Alia Bhat
আলিয়া ভাটকেও দেখা যাবে সিনেমায় । ছবি: সংগৃহীত

জানা গেছে, এই সিনেমায় দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। এর আগে বেশ কয়েকবার সিনেমাটি মুক্তি ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে একাধিকবার এর মুক্তি পেছায়। সবশেষ ২৫ মার্চ সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।

মুক্তির আগে নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।


বিজ্ঞাপন


আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর