বিনোদন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ০২:৫২ পিএম
বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার খবর সবার জানা। এদিকে বছর ঘুরতেই ফের এই স্টারকিডের নামের সঙ্গে জড়াচ্ছে মাদক। তবে এবার আর কেলেঙ্কারি না, মদের ব্যবসায় নামছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মদের একটি নিজস্ব ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন আরিয়ান। এজন্য বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিও সেরেছেন তিনি।
সংবাদমাধ্যম জানিয়েছে, আরিয়ান এবং তার দুই অংশীদার বান্টি সিং ও লেটি ব্লাগোয়েভা একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালুর উদ্যোগ নিয়েছেন। এজন্য স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি মদ কোম্পানিও খুলেছেন তারা। বর্তমানে বাজারে নিজেদের মদের প্রচার ও প্রসার নিয়ে ভাবছেন। বাজারজাতের লক্ষ্যে বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থা এবি ইনবেভের সঙ্গে চুক্তি করেছেন তারা।
স্ল্যাব ভেঞ্চার্স দেশের ধনী উপভোক্তাদের কথা মাথায় রেখে মদ তৈরি করতে যাচ্ছে। সেইসঙ্গে আরও কিছু পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। অ্যালকোহলের পাশাপাশি নন-অ্যালকোহলিক পানীয়, পোশাক এবং আনুষাঙ্গিক জিনিসপত্রও রাখবে তারা।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আরিয়ান বলেন, ‘বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।’
গত বছর ২ অক্টোবর মুম্বাই থেকে মাদককাণ্ডে গ্রেফতার করা হয় কিং খানের পুত্রকে। সেসময় তিনি গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অবস্থান করছিলেন। সেখান থেকে আরিয়ান ছাড়াও আরও সাতজনকে আটক করেছিল ভারতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা।
গ্রেফতারের ২৬ দিন পর জামিন পান আরিয়ান। পরে আরিয়ানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয় তাদের।
আরআর