বিনোদন প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২২, ০৪:৪২ পিএম
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফী— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। কিন্তু ছবিটির শুটিংয়ে বিলম্ব হওয়ায় তাদের অপেক্ষার প্রহর হচ্ছিল দীর্ঘ।
অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানুয়ারিতে ‘প্রেমিক’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। ঢাকা মেইলকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রায়হান রাফী। সেইসঙ্গে শাকিব ভক্তদের দিয়েছেন স্মার্ট হওয়ার পরামর্শ।
রাফী বলেন, “সেরকমই পরিকল্পনা চলছে। আশা করছি জানুয়ারিতেই ‘প্রেমিক’ সিনেমার শুটিং শুরু হবে।”
‘প্রেমিকে’র ঘোষণা আসার পর থেকেই শাকিবিয়ানদের এক প্রশ্ন— এ ছবিতে কে হবেন ভাইজানের নায়িকা? এবার তাদের নায়িকা নিয়ে না ভাবার পরামর্শ দিলেন রাফী। তিনি বললেন, ‘শাকিব খানের ভক্তদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাদের আরও স্মার্ট হতে হবে। কারণ শাকিব খানকে এখন ভালো গল্পের সিনেমা করতে হবে। কে নায়িকা হবে— এসব নিয়ে পড়ে থাকলে চলবে না। এসব ভেবেই তো এই অবস্থা। শাকিব খানের মতো একজন সুপারস্টারের কেন এত বিতর্ক থাকবে কেন? বলিউডের আমির খান, শাহরুখ খানদের নিয়ে তো এত বিতর্ক নেই। শাকিব খানের নামেই সিনেমা চলে। অতএব তার ভক্তদের নায়িকা নিয়ে ভাবা বন্ধ করতে হবে। আর রায়হান রাফী নায়িকা নির্ভর না, গল্প নির্ভর ছবি বানায়।’
ছবিটির প্রযোজক টপি খানের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করলে তিনি সাড়া দেননি। তবে অন্য একটি গণমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাকিব ভাইয়ের সঙ্গে ফলপ্রসূ মিটিং করেছি। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে শুটিংয়ে নামব। একটানা শুটিং করে কাজ শেষ করব।’
‘প্রেমিক’ ছবির গল্প মজবুত। এতে ভিন্নভাবে ধরা দেবেন শাকিব। সেকারণেই শুটিং শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে উল্লেখ করে এ প্রযোজক বলেন, ‘আমরা গল্প মজবুত করতে সময় বেশি নিচ্ছি। চিত্রনাট্যের কাজ চলছে। তাছাড়া শাকিব ভাইয়ের নতুন লুক থাকবে। লুক আনতেও সময় লাগছে।’
ছবিটির নায়িকা বিষয়ে টপি খানও রাফীর পথে হেঁটেছেন। রহস্য জিইয়ে রেখে তিনি বলেন, এতটুকু বলতে পারি চমক দেয়ার মতো কিছু করব।’
কয়েকমাস আগে শাকিব ও রাফী নিজেদের ফেসবুকে একে অন্যের সঙ্গে ছবি প্রকাশ করে ‘প্রেমিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেসময় জানা গিয়েছিল, সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। তার সঙ্গে এসকে ফিল্মসও যুক্ত থাকবে। ২০২৩ সালের কোনো এক ঈদে মুক্তি পাবে সিনেমাটি।
আরআর