পরিচালক হিসেবে রায়হান রাফি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এ পর্যন্ত তার নির্মিত সবগুলো সিনেমাই দর্শক-নন্দিত হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মেও সফল তিনি। সবমিলিয়ে তার বৃহস্পতি এখন তুঙ্গে।
তাই শাকিব খানের অনুরাগীরা দীর্ঘদিন ধরে চাইছিলেন রাফির পরিচালনায় কাজ করুক তাদের প্রিয় নায়ক। এ পরিচালকও চাইছিলেন, দেশের এক নাম্বার তারকাকে নিয়ে সিনেমা বানাতে।
বিজ্ঞাপন
এবার অনুরাগীদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। রাফির পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন কিং খান। নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। এর আগেও শাকিব খানকে নিয়ে ‘বসগিরি’ নামের একটি সিনেমা বানিয়েছিলেন তিনি। তার সঙ্গে এসকে ফিল্মসও যুক্ত থাকবে।

শাকিবকে নিয়ে ছবির বিষয়টি নিশ্চিত করেছেন রাফি নিজেই। তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের— সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশী সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।’
তিনি জানালেন, বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। চমক দিয়ে ঘোষণা করতে চান নায়িকার নাম। নভেম্বরে শুরু হবে শুটিং। ২০২৩ সালের যেকোনো এক ঈদে মুক্তি পাবে এই ছবি।
বিজ্ঞাপন
/আরএসও

