ঢাকাই সিনেমার আলোচিত নির্মাতা রায়হান রাফি। তার নির্মিত সিনেমাগুলোর মধ্যে মুক্তি পেয়েছে তিনটি। প্রতিটি ছবিই অর্জন করেছে দর্শকপ্রিয়তা। তার নির্মিত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ এরইমধ্যে সবার পরাণ জুড়িয়েছে। ফলস্বরূপ দিন দিন বাড়ছে সিনেমাটির হলসংখ্যা।
নতুন খবর হলো, শিগগিরই এই নির্মাতা ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন। গণমাধ্যমকে এমন তথ্য তিনি নিজেই দিয়েছেন।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে রাফি বলেন, ‘শাকিব খানকে নিয়ে সিনেমা বনানোর ইচ্ছা আছে আমার। শাকিব ভাইয়ের সঙ্গে অনেকবার কথাও হয়েছে। আমেরিকা যাওয়ার আগেও আমার সঙ্গে আলাপ হয়েছে।’
এ সময় শাকিব খানকে নিয়ে বিশেষ পরিকল্পনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি শাকিব ভাইকে নিয়ে এমন কিছু করতে চাই, যেটা আসলে কেউ কখনও করেনি। নতুন শাকিব খানকে মানুষের সামনে উপস্থাপন করতে চাই। কারণ তিনি দেশের সুপারস্টার। তাকে নিয়ে এমন কিছু করব যেটা হবে দেখার মতো।’
সবশেষে এই নির্মাতা বলেন, ‘খুব শিগগির আমি শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করব। সবার সঙ্গে তো করেই ফেললাম শাকিব ভাই শুধু বাকি আছেন।’
রায়হান রাফি নির্মিত ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। শাপলা মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
বিজ্ঞাপন
আরআর

