images

বিনোদন

বিয়ের পর ফ্লপ ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

০৬ নভেম্বর ২০২২, ১২:২৩ পিএম

বলিউডের হাঁড়ির হাল কোনোভাবেই ঠিক হওয়ার নয়। বিগত কয়েকসপ্তাহে একগুচ্ছ হিন্দি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু একটি ছবিও বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। গেল ৪ নভেম্বর মুক্তি পেয়েছে ক‍্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর অভিনীত ‘ফোন ভূত’। কিন্তু ছবিটি আশা জাগিয়েও আশাহত করেছে দর্শকদের।

বলিউডের হরর কমেডি ঘরানায় নতুন সংযোজন ‘ফোন ভূত’। দুই নায়ক ও এক নায়িকার জুটি ভালোই সাড়া ফেলেছিল সিনেপ্রেমীদের মধ‍্যে। ছবির প্রচারেও কোনো কমতি রাখেননি ক‍্যাটরিনা, সিদ্ধান্ত, ইশানরা। কিন্তু তবুও হলে দর্শক এলেন না। মূলত, সিনেমাটি মার খেয়ে গেল গল্পে।

একসঙ্গে তিন তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ‘মিলি’, ‘ডাবল এক্স এল’ ও ‘ফোন ভূত’। তিনটি ছবির অবস্থাই তথৈবচ। প্রথম দিন মাত্র ২.৫ কোটি টাকার ব‍্যবসা করেছিল ‘ফোন ভূত’। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার অংকটা আরও একটু বেড়ে দাঁড়িয়েছে ২.৫৫ কোটি টাকায়। তবে ছবিটি নিয়ে যতটা আশা করেছিলেন ফিল্ম সমালোচকেরা, সেই তুলনায় এই অঙ্ক কিছুই না।

Katrina

হরর কমেডি ঘরানায় যথেষ্ট নামডাক আছে বলিউডের। এই ইন্ডাস্ট্রিতেই তৈরি হয়েছে ‘ভুলভুলাইয়া’, ‘স্ত্রী’, ‘ভুলভুলাইয়া-টু’র মতো ছবি। কিন্তু ‘ফোন ভূত’ প্রত‍্যাশা পূরণ করতে ব‍্যর্থ হয়েছে দর্শকদের। ছবিতে এক সুন্দরী ভূতের ভূমিকায় অভিনয় করেছেন ক‍্যাটরিনা। অন‍্যদিকে ভূত শিকারির চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত ও ইশান। আনুমানিক ৩০ কোটি টাকায় তৈরি হয়েছে ছবিটি।

দিওয়ালির সময়ে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ এব‌ং অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ‍্যাংক গড’। সেই দুটো ছবিও ফ্লপ হয়েছে বক্স অফিসে। একমাত্র কন্নড় ছবি ‘কানতারা’র হিন্দি সংষ্করণ ভালো দর্শক টানছে হিন্দি বলয়ে।

/আরএসও