বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২২, ০১:১৯ পিএম
মল্লিকা শেরাওয়াতের কথা মনে আছে? ওই যে ইমরান হাশমির প্রথম ছবি ‘মার্ডার’-এর নায়িকা ছিলেন যিনি। খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকের চোখের আরাম দিতেন যে নায়িকা। যদিও কয়েক বছর ধরে তিনি বলিউড থেকে দূরে। বেশিরভাগ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও বলিউডে স্থায়ী হতে পারেননি।
তবে মল্লিকা নিজের ব্যর্থতার জন্য দুষলেন বি-টাউনের প্রথম সারির নায়কদের। কাস্টিং কাউচের কারণে তিনি অভিনয় ক্যারিয়ার জলাঞ্জলি দিয়েছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা।
আরও পড়ুন: বলিউডে যেমন সালমান, তেমন ঢালিউডে শাকিব
মল্লিকার দাবি, বলিউডে কাজ পেতে প্রথম সারির নায়কদের যৌনসঙ্গী হতে হয়। তিনি এ ধরনের কাজে রাজি হননি বলে কাজ পাননি।
তার ভাষায়, ‘প্রথম সারির অভিনেতারা আমার সঙ্গে কাজ করতে চান না। এর কারণ আমি আপস করি না। বিষয়টা খুবই সহজ। প্রথম সারির নায়করা এমন নায়িকা পছন্দ করেন, যাদের তারা নিজের মতো চালাতে পারেন। কিন্তু আমি সেরকম একেবারেই নই। আমার ব্যক্তিত্বও সেরকম নয়। কারও হাতের পুতুল নই আমি। কেউ আমাকে নিয়ে খেলতে পারে না। রাত ৩টার সময় কোনো নায়িকাকে ফোন করে যদি কোনো নায়ক ডাকেন, আর তিনি যদি যেতে রাজি না থাকেন তাহলে পরদিন ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়।’
আরও পড়ুন: ধুতি-পাঞ্জাবি পরে বৈপ্লবিক বার্তা স্বস্তিকার
ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য পরিচালক-প্রযোজকদের কাছে মল্লিকার ভাবমূর্তিটাও অন্যরকম ছিল। এ কথা অভিনেত্রী আগেও জানিয়েছেন। বলিউডের নোংরা দিকটার মুখোমুখি হয়েছেন বহুবার। সরাসরি কুপ্রস্তাব দিয়েছেন প্রযোজকরা। অনেকেই ভেবে নিয়েছিলেন, তাকে পাওয়া খুব সহজ।
আরএসও