বিনোদন ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
কলম্বিয়ায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির জনপ্রিয় পপ তারকা ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জন। আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (১০ জানুয়ারি) মধ্য-পূর্বাঞ্চল বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিমেনেজ ব্যক্তিগত বিমানে করে মেডেলিনে শহরে যাচ্ছিলেন। এ সময় পাইপা শহরে পৌছালে তাঁদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুনে পুড়ে যায়। জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) রাতে একটি সংগীতানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে রানওয়ের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার আগে বিমানটি রানওয়েতে ধীরে ধীরে চলছিল। এ তদন্ত দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করা হয়নি।
কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির বিষয়েটি আমলে নিয়ে বিমান ও পরিবহণ অধিদপ্তর প্রমাণ সংগ্রহ শুরু করেছে।
ইয়েসন জিমেনেজের মৃত্যুতে দেশটির শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও সহশিল্পীরা শোক প্রকাশ করেছেন।
ইএইচ/