সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৭ বছরে প্রাণ গেল পাঞ্জাবি জনপ্রিয় কণ্ঠশিল্পী হারমান সিধুর। শুক্রবার (২১ নভেম্বর) রাতের দিকে পাঞ্জাবের মানসা থেকে নিজের গ্রামে ফেরার সময় একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কণ্ঠশিল্পী হারমান।

ভারতীয় গণমাধ্যমকে পাঞ্জাবের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার দিন সিধু মানসা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানসা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


জনপ্রিয় এই পাঞ্জাবি গায়কের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে ভক্ত অনুরাগীরা গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়েকে রেখে গেছেন। গায়কের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার। 

1500x900_2544460-harman-sidhu-death_11zon_11zon

হারমান সিধু জনপ্রিয়তা পান তার হিট ক্যাসেট ট্র্যাক ‘পেপার টে পেয়ার’–এর মাধ্যমে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘কই চাক্কর নেই’, ‘বাবার শের’, ‘মুলতান বনাম রাশিয়া’, ‘মেলা’, ‘খেতি’, ‘মোবাইল’, ‘পাইয়া গাইয়া পেয়ার’ এবং ‘থাকেভান জাতান দা’। 


বিজ্ঞাপন


২০১৮ সালে বন্ধুদের সঙ্গে মাদকসহ গ্রেফতার হন সিধু। সেই সময় একদিনের পুলিশ রিমান্ডে ছিলেন। গ্রেফতারের পর পুলিশ কর্মকর্তা সুরজিৎ সিং বলেছিলেন, জিজ্ঞাসাবাদে হারমান স্বীকার করেন যে ছয়–সাত মাস ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং দিল্লির এক নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর