ফের শোকের ছায়া ভারতের পাঞ্জাব প্রদেশের সংগীতাঙ্গনে। মারা গেছেন সেখানকার জনপ্রিয় সংগীতশিল্পী গুরমীত মান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এদিকে গেল ৮ অক্টোবর পাঞ্জাবের আরও এক জনপ্রিয় গায়ক রাজবীরের মৃত্যুর খবর পাওয়া যায়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। লড়ছিলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা। তার চলে যাওয়ায় শোকস্তব্ধ হয়ে পড়েন অনুরাগীরা। এর দুদিন পর চলে গেলেন গুরমীত। শোকের পাল্লাটা যেন ভারি হয়ে গেল সংগীতপ্রেমীদের জন্য।
বিজ্ঞাপন
পঞ্জাবের গানে গুরমীতের অবদান অনস্বীকার্য। গানের পাশাপাশি অভিনয় ও প্রযোজনাতেও অবদান আছে তার। এক সময় গুরমীত পঞ্জাব পুলিশেও চাকরি করেছেন। প্রীত পায়েল ও গুরমীতের যুগলবন্দি পঞ্জাবের লোকগীতিকে নতুন প্রাণ দিয়েছে বলে মনে করেন শ্রোতারা। গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি।
গুরমীতের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। এরমধ্যে ‘বোলিয়াঁ’, ‘বোলি ম্যায় পবন’, ‘কাকে দিয়াঁ পুরিয়াঁ’ উল্লেখযোগ্য।

