বিনোদন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
ধর্মেন্দ্রর মৃত্যুর পর একা হয়ে পড়েছেন হেমা মালিনী। পড়তে হয়েছে বিতর্কে। যদিও অপ্রত্যাশিত অভিজ্ঞতার সম্মুখীন জীবনের বিভিন্ন সময় হতে হয়েছে অভিনেত্রীকে। এই যেমন ক্যারিয়ারের শুরুর দিকে এক বীভৎস অভিজ্ঞতা হয় অভিনেত্রীর।
তখনও ধর্মেন্দ্রর সঙ্গে পরিচয় হয়নি। বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে থাকতেন। চলছিল প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম। সে সময় রোজ রাতে হেমার মনে হতো কেউ যেন তার গলা টিপে ধরতে আসছে।
হেমা বলেন, ‘‘প্রতি দিন রাতে আমার মনে হতো কেউ আমার গলা টিপে ধরতে আসছে। রাতে আমার মা আমার সঙ্গেই শুতেন। তিনি দেখেছেন, আমি ঠিক কতটা ভয়ে রাত কাটাতাম। যদি ও রকম ঘটনা দু-একবার ঘটত তা হলেও অতটা চিন্তিত হতাম না। কিন্তু দেখলাম ক্রমশ ওই ঘটনা প্রতি দিন রাতেই আমার সঙ্গে ঘটছে।’
চেন্নাইয়ের সচ্ছল পরিবারের মেয়ে ছিলেন হেমা। ছিল না প্রতিবন্ধকতা। কিন্তু সোনার চামচ রেখে মাটিতে নেমেছিলেন নিজের পরিচয় তৈরি করতে। বলিউডে জায়গা করে নিতে। আত্মজীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ উঠে এসেছে সেসব। অদ্ভুতুড়ে অভিজ্ঞতার কথাও সেখানে বর্ণনা করেছেন।