মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিও ফাঁস, গ্রেফতার হাসপাতালের কর্মী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

হাসপাতালে অভিনেতা ধর্মেন্দ্র, জানা গেল কারণ
ধর্মেন্দ্র দেওল

দুই সপ্তাহ চিকিৎসা শেষে গত ১২ নভেম্বর বাড়ি ফিরেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল। এর আগে খবর রটে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারকার ছেলে-মেয়েরা জানান ধর্মেন্দ্র বেঁচে আছেন।  

গত ৩১ অক্টোবর রুটিন চেকআপের জন্য অভিনেতাকে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শরীরিক অবস্থার অবনতি হলে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিউইতে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালীন অভিনেতার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন হাসপাতালের এক কর্মচারী। সেই ভিডিও ভাইরাল হয়। গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে ধর্মেন্দ্রকে হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তার দুই ছেলে ববি দেওল ও সানি দেওল এবং পরিবারের অন্যান্য সদস্যরা বিষণ্ন অবস্থায় আছেন। ভিডিওতে সানির সন্তান করণ ও রাজবীরকেও দেখা গেছে। এছাড়াও এতে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ভীষণ কান্না করতে দেখা যায়। 

এর আগে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এক বিবৃতি সানি তার পরিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিন বলেন, ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। আমরা মিডিয়া ও জনসাধারণকে অনুরোধ করছি, তারা যেন ভিত্তিহীন বার্তা থেকে বিরত থাকেন এবং আমাদের পরিবারের গোপনীয়তাকে শ্রদ্ধা জানান।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর