images

বিনোদন

নতুন বছরে বাঁধনের প্রত্যাশা 

বিনোদন ডেস্ক

০১ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হলো নতুন একটি বছর। ২০২৫-এর প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব চুকিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ব। এখন গেল বছরের হিসাব নিকাশে ব্যস্ত সবাই। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে বিদায়ী বছরের শোক, অন্যায়ের প্রতিবাদসহ নানা ঘটনা তুলে ধরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্বপ্ন দেখছেন নতুন বছরে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

পোস্টে বাঁধন লিখেছেন, ‘২০২৫ সাল আমার জীবনের পাতায় এক ঘটনাবহুল অধ্যায় হয়ে থাকবে। পেশাগত জীবন যেমন আমায় পূর্ণতার স্বাদ দিয়েছে, তেমনি স্বাস্থ্য নিয়ে কিছু কঠিন সময় পার করেছি। তবে এই চড়াই-উতরাই আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। জীবনের এই যাত্রায় প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের বাঁধনগুলো আরও জোরালো হয়েছে। সব মিলিয়ে, আমি এখন নিজেকে ভালোবাসতে শিখছি।’ 

image

এরপর তিনি যোগ করেন, ‘আমাদের দেশের জন্য ২০২৫ ছিল শোকাবহ বছর। আমরা অন্যায়ের মুখোমুখি হয়েছি এবং এমন কিছু মুহূর্ত প্রত্যক্ষ করেছি যেখানে নেতৃত্ব সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। আমরা গভীর ক্ষতির সম্মুখীন হয়েছি।’

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা উল্লেখ করে বাঁধন লিখেছেন, ‘আমরা বিদায় জানিয়েছি বেগম খালেদা জিয়াকে। যিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাঁর সহনশীলতা, সাহস এবং মর্যাদার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর জানাজায় মানুষের যে শ্রদ্ধা দেখা গেছে তা আমাদের মনে করিয়ে দেয় যে সেবা এবং ত্যাগের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হয়।’

শহীদ শরিফ ওসমান হাদির কথা স্মরণ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা স্মরণ করি হাদিকে। যে এক সাহসী তরুণ নেতা। যার কণ্ঠ ছিল আশার প্রতীক। তার চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় এমন একটি দেশ আমাদের কতটা জরুরি যা তার জনগণকে রক্ষা করবে এবং তরুণদের কথা শুনবে।’

image

নতুন বছর নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বাঁধন। অভিনেত্রী লিখেছেন, ‘২০২৬ সালে পদার্পণ করার এই মুহূর্তে আমি একটি সুন্দর বিচারব্যবস্থা, ন্যায়বিচার এবং এমন নেতৃত্বের প্রত্যাশা করি যারা সত্যিকারের অর্থেই জনগণের যত্ন নেবে। আমি আমাদের সাধারণ মানুষের ভবিষ্যৎ এবং সহমর্মিতার শক্তিকে বিশ্বাস করি। নতুন বছরে নিজের সুস্বাস্থ্যতা কামনা করছি। পাশাপাশি আপনাদের সবার জন্য রইল নববর্ষের শুভেচ্ছা।’

ইএইচ/