বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
হাজার কোটি রুপি পকেটে তুলে নিয়েও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ । ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ছবিতে পাকিস্তান বিরোধী প্রেক্ষাপট দেখানোয় ‘ধুরন্ধর’ নিষিদ্ধ মধ্যপ্রাচ্যে। ফলে বিশ্বজুড়ে চুটিয়ে ব্যবসা করলেও মধ্যপ্রাচ্য থেকে অর্থ তুলতে পারছে না। ফলে বিপুল ক্ষতি হয়ে গেল ছবিটির।
ছবির ডিসট্রিবিউটর পর্ণব কাপাডিয়া জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মুক্তিপ্রাপ্ত যে কোনো অ্যাকশন ঘরানার ছবি তুমুল সাফল্য পায়। সেক্ষেত্রে ‘ধুরন্ধর’ মুক্তি না পাওয়ায় প্রায় ১০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৯০ কোটির ব্যবসা থেকে পিছিয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যে মুক্ত পেলে অনায়াসে এই ছবি লাভ করতে পারত। তবে হ্যাঁ, একইসঙ্গে এই কথাও বলতে হয় প্রত্যেকটি দেশেরই একটা আলাদা নিয়মকানুন রয়েছে। যা মেনে চলা ও সম্মান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিটা ঘটনার নেপথ্যেই একটি কারণ থাকে। তা মেনে চলা উচিত।
তিনি আরও বলেন, “আমরাই প্রথম নই, যাদের ছবি মুক্তিতে বাধা এসেছে। এর আগে ‘ফাইটার’ ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তবে এর মাঝেই বলতে হয় যে, সমস্ত বাধা পেরিয়ে সাফল্যের মুখ দেখেছে ‘ধুরন্ধর’। চুটিয়ে ব্যবসা করেছে।”
রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল প্রমুখ।