অপ্রতিরোধ্য রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। দেশ–বিদেশে বক্স অফিসে চমক দেখাচ্ছে। ছবিটি মুক্তির একসপ্তাহে আয় দাঁড়িয়েছে ৩০২ কোটি রুপি। তবে ছবির গল্প নিয়ে একাধিক অভিযোগের মুখে আরব দেশগুলোতে মুক্তি আটকে গেছে।
জানা গেছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ছবিটি মুক্তি পায়নি। কারণ, বিভিন্ন মহলে ছবিটিকে পাকিস্তান বিরোধী বলে ব্যাখ্যা করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেয় আরব দেশগুলোর সেন্সর বোর্ড। শেষ পর্যন্ত ছয়টি দেশই ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়নি।

এর আগে ‘আর্টিকেল ৩৭০’ গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সার্টিফিকেশন পায়নি। সালমান খানের ‘টাইগার ৩’ ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ হয়েছিল। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও উপসাগরীয় বেশ কিছু দেশে নিষিদ্ধ করা হয়। যদিও সংযুক্ত আরব আমিরাত ছবিটিকে প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দিয়ে মুক্তির অনুমতি দেয়।
পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কারণে সংবেদনশীল বিষয়বস্তুর ওপর নির্মিত ছবিগুলো মুক্তিতে বাধা প্রদান করেন আরব দেশগুলো। ওই দেশগুলো থেকে ভারতীয় সিনেমার চাহিদা থাকলেও তারকারা তাঁদের দর্শকদের কাছে পৌঁছাতে পারেন না।
ইএইচ/

