images

বিনোদন

মধ্যরাতে সাইফের ওপর হামলা, যে ভূমিকা ছিল শর্মিলা ঠাকুরের 

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

চলতি বছরের শুরুতে জীবনের ওপর ঝড় বয়ে যায় সাইফ আলী খানের। মধ্যরাতে ঘরে ঢুকে খাপখোলা ছুরি নিয়ে আততায়ী হামলে পড়েছিল তার ওপর। রক্তাক্ত হয়ে যেতে হয়েছিল হাসপাতালে। সে সময় বড় ভুমিকা রেখেছিলেন সাইফের মা কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সাইফকন্যা সারা আলী খান। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকা যায়— দাদির কাছে শিখেছেন বলে জানান সারা। অভিনেত্রীর মতে, মূলত এই শিক্ষাই কাজে লেগেছে সেদিন। 

saraalikhan-troll-1743613826940

তার কথায়, ‘পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে, শেষপর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এই ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।’

এমন পরিস্তিতিতে সম্ভ্রম ও শালীনতা বজায় রেখে কীভাবে সবটা সামাল দেওয়া যায়, সারা সেই শিক্ষা পেয়েছেন শর্মিলার থেকে। দাদিকে ‘বড় আম্মা’ বলে সম্বোধন করেন সারা। 

Saif-Ali-Khan-attack-Mother-Sharmila-Tagore-arrives-at-Lilavati-Hospital-after-his-surgery

সইফ-কন্যার কথায়, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতে মর্যাদা আর শালীনতা কীভাবে বজায় রাখতে হয়, সেটাই আমি বড় আম্মার থেকে শিখেছি। পরিবার হিসাবে আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, বিশেষ করে এই বছরের শুরুতে আব্বার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই সময়টা।’

সেদিন রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেয় দুষ্কৃতিকারী। সাইফকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। এরপরই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।