শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবা অসুস্থ, পরিবার সামলাতে বড় সিদ্ধান্ত সাইফপুত্রের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

বাবা অসুস্থ, পরিবার সামলাতে বড় সিদ্ধান্ত সাইফপুত্রের 

ছুরিকাঘাতে যখন কাতরাচ্ছিলেন সাইফ আলী খান তখন ছুটে আসেন তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। গভীর রাতে বাবাকে নিয়ে ছোটেন হাসপাতালে। তারপর থেকেই পরিবারের পাশে আছেন সাইফপুত্র। এবার বাবার অসুস্থতার কারণে নিলেন বড় সিদ্ধান্ত।

কুণাল দেশমুখ পরিচালিত দীনেশ ভিজান প্রযোজিত ‘দিলার’ ছবিতে দেখা যাবে ইব্রাহিমকে। শুরু হয়েছিল ছবির শুটিং। এরমধ্যে সাইফ আলী খান জখম হওয়ায় ইব্রাহিম থামিয়ে দেন কাজ। 


বিজ্ঞাপন


প্রাথমিকভাবে শোনা যায়, ২দিন মতো কাজ বন্ধ ছিল তার। যদিও সাইফ একটু ঠিক হতেই নাকি কাজে ফেরার কথা তার। তবে এরমধ্যে ইব্রাহিম শুটে ফিরেছেন কি না, সে খবর নিশ্চিত করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম। 

‘দিলার’দিয়ে বলিউডে নাম লেখাচ্ছেন ইব্রাহিম। খবরটি ছড়াতেই হয়েছিল ভাইরাল। সাইফ অনুরাগীরা মুখিয়ে ছিলেন ইব্রাহিমের অভিসেকের। তবে ছোট নবাবের অসুস্থতায় তা যেন থমকে গেল। 

গেল বুধবার দিবাগত রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী। সাইফকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে সে। এরপরই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর