সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অর্থাভাবে ভুগছিলেন হামলাকারী, চুরি করতে ঢোকেন সাইফের বাড়ি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

অর্থাভাবে ভুগছিলেন হামলাকারী, চুরি করতে ঢোকেন সাইফের বাড়ি

গ্রেফতার করা হয়েছে সাইফ আলী খানের হামলাকারীকে। এরপর থেকেই বেরিয়ে আসছে একের পর চাঞ্চল্যকর তথ্য। তারই ধারাবাহিকতায় জানা গেল, অর্থ সংকটে সাইফের বাড়ি চুরি করতে ঢুকেছিলেন হামলাকারী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নামের ওই হামলাকারী স্বীকার করেছেন হাতে কাজ নেই বলেই চুরির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে কোনোভাবেই জানতেন না কার বাড়ি ঢুকছেন চুরি করতে। সিঁড়ি ভেঙে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পাইপের সাহায্যে ওপরে ওঠেন তিনি। শরিফুল দাবি করেছেন, সে রাতেই প্রথম ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি।


বিজ্ঞাপন


saif_ali_khan_16012025-01

এদিকে মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেড়াম বলেন, “প্রাথমিক তদন্ত যা ইঙ্গিত করছে তাতে ওই অভিযুক্ত বাংলাদেশি হতে পারে। তার কাছে কোনো ভারতীয় নথি নেই। আমাদের সন্দেহ সে বাংলাদেশি। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হচ্ছে।” 

ওই শীর্ষকর্তা বলেন, “অভিযুক্তের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করেছি যা ইঙ্গিত করে ও বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে এসে ও বিজয় দাস নামে এখানে থাকতে শুরু করে। গত প্রায় মাস চারেক মুম্বইয়ে বাস করছে সে। একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত সে।”

Saif_Ali_Khan


বিজ্ঞাপন


গেল বুধবার দিবাগত রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী। সাইফকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে সে। এরপরই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর