images

বিনোদন

ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

গত বছরের শেষদিকে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার চলাকালীন পদপিষ্ট হয়ে মারা যান এক নারী ও শিশু। মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন দক্ষিণী এই তারকা।  

সন্ধ্যা থিয়েটারে মৃত্যুর ঘটনার দীর্ঘ এক বছর পর তদন্ত শেষ গত ২৪ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেছে দেশটির পুলিশ। এতে আল্লু অর্জুনসহ মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। 

অভিযুক্তের তালিকায় ১১ নাম্বার আসামি আল্লু। এছাড়াও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী, ম্যানেজার, বাউন্সার এবং সিনেমা হলের মালিক ও ব্যবস্থাপকসহ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।

হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভি সি সাজ্জনার শনিবার (২৭ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমকে জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের নিয়ম না মেনেই আল্লু অর্জুন সেখানে গিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে সেখানে না যাওয়ার জন্য আগেই নিষেধ করা হয়েছিল, যা উপেক্ষা করেছিলেন তিনি।  

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ২৩ জনের মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। বাকি ৯ জন আগাম জামিনে থাকায় তাদের আইনি নোটিশ দেওয়া হয়েছে। 

হায়দ্রাবাদ পুলিশ স্পষ্ট জানিয়েছে, আইনের শাসন অনুযায়ী মামলার বিচার কার্যক্রম চলবে। আদালতে জমা দেওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের শাস্তি হবে।

সেদিন যা ঘটেছিল?

হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার চলাকালীন আল্লু অর্জুন সেখানে পৌঁছালে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের মধ্যে রেবতী নামের একজন নারী এবং তার সন্তান পদপিষ্ট হন। হায়দ্রাবাদের পুলিশ ঘটনার পর সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি বিশ্লেষণ করে জানতে পেরেছে, পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রিমিয়ার আল্লু অর্জুন। 

ইএইচ/