শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আল্লু অর্জুনের অজানা যত তথ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

আল্লু অর্জুনের অজানা যত তথ্য

আজ ৮ এপ্রিল দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন। দিনটিকে ঘিরে ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতার ভক্তদের উন্মাদনার শেষ নেই। তাদের জন্য রইল আল্লু অর্জুন সম্পর্কিত অজানা যত তথ্য।

প্রকৃত নাম আল্লু অর্জুন হলেও অধিকাংশ মালয়ালম ডাবড ফিল্মে অভিনয় করার জন্য তার নাম হয়ে যায় মল্লু অর্জুন। শৈশব থেকেই জিমন্যাস্টিকে পারদর্শী হওয়ার কারণে তার শরীর যথেষ্ট ফ্লেক্সিবল। ফলে যেকোনও নাচের স্টেপ অনায়াসেই আয়ত্ত করতে পারেন তিনি। ‘পুষ্পা’তেও তার দক্ষ নাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আল্লু অর্জুনের একটি প্রিয় শখ হল ফটোগ্রাফি।


বিজ্ঞাপন


শুধু ফিল্মে অভিনয় করাই নয়, ফিল্ম দেখতেও পছন্দ করেন আল্লু অর্জুন। একটা ফিল্ম ১৫-২০ বার দেখেন তিনি। তবে অভিনয়ে যদি সফল না হতেন, তাহলে নিজের ক্যারিয়ারের প্ল্যান বি ভেবে রেখেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অ্যানিমেশন নিয়ে কোর্স করার পাশাপাশি হায়দ্রাবাদের একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করেছেন তিনি।

প্রতি বছর নিজের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে কাটান আল্লু অর্জুন। এদিন তিনি রক্তদান করেন। কখনও শিশুদের সঙ্গে সময় কাটান।

নিজের ফিল্মে গানও গেয়েছেন আল্লু অর্জুন। এছাড়াও রয়েছে গাড়ির শখ। আল্লু অর্জুনের গ্যারাজে রেঞ্জ রোভার থেকে বিলাসবহুল ব্যক্তিগত ভ্যানিটি ভ্যান প্রায় সবই রয়েছে।  

এদিকে তার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’সিনেমার টিজার। টিজারে দেখা গেছে, নিখোঁজ পুষ্পাকে খুঁজতে মরিয়া শহরবাসী। অনেকেই মনে করছে, মারা গেছে লাল চন্দনের চোরা কারবারি। আবার একাংশের বিশ্বাস, সে বেঁচেই আছে। সময় মতো ঠিক ফিরবে পুষ্পা। সে ফেরে। সকলকে চমকে দিয়ে সে সত্যিই ফেরে। তিন মিনিট ১৫ সেকেন্ডের টিজার জুড়ে রইল মারকাটারি উত্তেজনা। প্রথম কিস্তির মতোই তার দ্বিতীয় কিস্তি নিয়ে উন্মাদনার পারদ চড়ছে ক্রমশ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর