বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ আসনের প্রার্থী হচ্ছেন না। তবে বগুড়া-৪ আসন থেকে লড়তে চান তিনি।
পোস্টে হিরো আলম লেখেন, ‘আমি এবারও বগুড়া-৪ আসনে ইনশাল্লাহ। জননেতা তারেক রহমান আমাদের বগুড়ার মানুষের ভরসার জায়গা। তাঁর প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হতে চাই না। বগুড়ার মানুষ হিসেবে সবাইকে এই সিদ্ধান্তে আসা উচিত মনে করি।’
এরপর তিনি যোগ করেন, ‘বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন এবং বগুড়া-৬ সদর আসনে ইতোপূর্বে নির্বাচনে অংশ নিয়েছিলাম। ক্ষমতাচ্যুতরা প্রকাশ্যে সিল মেরেছিল, আমি প্রার্থী হওয়ার কারণেই ভোট চুরির ঘটনা বিশ্ব দেখেছে। বগুড়া-৪ আসনের ভোটাররা আজও জানেন, আমি নির্বাচিত। কারণ, দলমত নির্বিশেষে সবাই আমাকে সংসদে পাঠানোর বিষয়ে একজোট ছিল। সুযোগ পেলে সংসদে ঝড় তুলে দিতাম। কিন্তু তাদের ডামি ভোট আর আমার নিয়তি ষড়যন্ত্র কারচুপি করে আমাকে পরাজিত দেখিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা।’
তিনি আরও লিখেছেন, ‘ভোটের ফলাফল কেড়ে নিয়েছিল। আমার ওপর কয়েক দফা হামলা হয়েছিল, পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম, বিশ্ব সাক্ষী। প্রিয় ভোটার ও সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন চাই। জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। বগুড়া-৪ আসনে এবারও প্রার্থী হতে চাই। তবে বগুড়া-৬ সদর আসনে একেবারেই না এবং দয়া করে কেউ গুজব ছড়াবেন না, তারেক রহমান আসনে হিরো আলম নির্বাচন করছে।’
এর আগে ২০২৩ সালে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে উপ-নির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম। সেবার নির্বাচনে জয় লাভ করা মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের থেকে এক হাজারেরও কম ভোটে হেরেছিলেন তিনি।
ইএইচ/