মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো আলমকে প্রাণনাশের হুমকি, গানম্যান চাইলেন প্রধান উপদেষ্টার কাছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

হিরো আলমকে প্রাণনাশের হুমকি, গানম্যান চাইলেন প্রধান উপদেষ্টার কাছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। বিষয়টি সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন তিনি। একইসঙ্গে নিজের নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদানের অনুরোধ জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক পোস্টে তিনি লেখেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনস্থির করায় এবং কিছু গণমাধ্যমে প্রকাশ করায় বিভিন্ন ভাবে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে।’ 


বিজ্ঞাপন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের অনুরোধ জানিয়ে আলম লেখেন, ‘জরুরি প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ আমার সুরক্ষায় একজন নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদানের অনুরোধ করছি।’

hero-opy-67e5358334de8

গত ৬ নভেম্বর এক পোস্টে হিরো আলম জানান, তিনি শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করতে চান।  


বিজ্ঞাপন


এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন। 

পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। সেই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর