images

বিনোদন

ক্ষমা চাইলেন সালমান খানের ছোট ভাই সোহেল খান

বিনোদন ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় সোহেল খানের ১৭ লাখের বাইক চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর থেকেই নেটদুনিয়ায় চলছে তুমুল সমালোচনার ঝড়। সমালোচনার মুখে নিরবতা ভেঙেছেন তিনি। হেলমেট ছাড়া রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন বলিউড সুপারস্টার অভিনেতা সালমান খানের ছোট ভাই সোহেল। 

সোমবার (১৫ ডিসেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক বিবৃতিতে তিনি জানান, মাঝে মাঝে ক্লোস্ট্রোফোবিয়াতে ভোগেন। তাই হেলমেট ছাড়াই গাড়ি চালান।

তিনি লিখেছেন, ‘আমি সব বাইক আরোহীদের অনুরোধ করতে চাই দয়া করে হেলমেট পরবেন। আমি মাঝে মাঝে হেলমেট পরা এড়িয়ে চলি কারণ আমি ক্লোস্ট্রোফোবিয়াতে আক্রান্ত কিন্তু আমি জানি হেলমেট না পরার এটা কোনো অজুহাত হতে পারে না। ছোটবেলা থেকেই বাইক চালানো আমার নেশা। আমার এই নেশা শুরু হয়েছিল BMX সাইকেল দিয়ে। এখন আমি বাইক চালাই।’ 

কথার সূত্রে ধরে তিনি আরও লিখেছেন, ‘আমি বেশিরভাগ সময়ে রাতে বাইক নিয়ে বের হই। বেশি যানজট না থাকলে ধীর গতিতে গাড়ি চালাই। পেছনে আমার গাড়ি আমাকে অনুসরণ করে। তবে আমি আমার সহযাত্রীদের আশ্বস্ত করছি যে, আমি আমার ক্লোস্ট্রোফোবিয়া কাটিয়ে ওঠার জন্য এবং হেলমেট পরার জন্য চেষ্টা করব। তাই দয়া করে আমার সঙ্গে থাকুন। ট্রাফিক কর্তৃপক্ষের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমি এখন থেকে সমস্ত নিয়ম মেনে চলব।’ 

সবশেষে সোহেল লিখেছেন, ‘সর্বদা হেলমেট পরার জন্য সব মোটরসাইকেল আরোহীদের স্যালুট জানাই। বিপদের চেয়ে নিরাপদে থাকা ভালো। আবারও বলছি, আমি সত্যিই দুঃখিত।’

ইএইচ/