বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সালমান খান কোন ধর্মের অনুসারী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

সালমান খান কোন ধর্মের অনুসারী
সালমান খান । ছবি: সংগৃহীত

সালমান খান—নামটি শুনলে স্বাভাবিকভাবেই মনে হবে তিনি একজন মুসলিম। কিন্তু আদৌ বলিউড ভাইজান মুসলিম নাকি হিন্দু—সে বিষয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এর কারণ, তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান ইসলাম ধর্মের অনুসারী আর মা সুশীলা চরক হিন্দু ধর্মে বিশ্বাসী। 

যদিও ধর্ম নিয়ে সালমান কখনও লুকোচুরি করেননি। তিনি সবসময় এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন। একবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ইয়ুথ লিডারশিপের বক্তা হিসেবে হাজির হয়েছিলেন সালমান। সেখানে তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির কোনো ধর্ম নেই। আমার বাবা একজন মুসলিম, আমার মা একজন হিন্দু এবং আমি একজন মানব সন্তান।’


বিজ্ঞাপন


Salman Khan
সালমান খান । ছবি: সংগৃহীত

এর আগে অস্ত্র মামলায় যোধপুর আদালতে নিয়াম অনুযায়ী বক্তব্য রেকর্ডের সময় সালমানের ধর্ম সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন কিছুক্ষণ ভেবে তিনি জানিয়েছেলেন, হিন্দু-মুসলিম দুটোই তার ধর্ম।

এছাড়া একাধিক সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, তাদের বাসায় ঈদ উৎসব যেমন পালন করা হয়। তেমন পূজার আয়োজনও করা হয়। তার কাছে উৎসবটাই আসল।

আরএসও  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর