দুষ্টুমিতে জুড়ি নেই দুষ্টু ছবির নায়িকা কেন্দ্রা লাস্টের। বলিউডের তারকাদের সঙ্গে এমন সব ছবি প্রকাশ করেন যাতে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। এবার এ পর্নস্টার প্রকাশ করলেন ফাঁকা ঘরে সালমান খানের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি! তাই নিয়ে তোলপাড়।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের প্রতি বিশেষ টান কেন্দ্রার। এর আগে শাহরুখ খানের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার সালমানকেও ছাড়লেন না। তবু কোনো ছবি-ই বাস্তব না।

_20251203_123840273.jpg)

শাহরুখের সঙ্গে নিজের ছবি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার তথা এআইয়ের সাহায্য নিয়েছিলেন কেন্দ্রা। সালমানের ক্ষেত্রেও দ্বারস্থ হন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্টের। সে ছবিতে দেখা যায়, একটি ফাঁকা ঘরে রয়েছেন তারা দুজন। কেন্দ্রাকে দেখা যাচ্ছে শাড়িতে। সালমানকে পরেছেন কুর্তা-পাজামায়। লাস্যময়ী ভঙ্গিতে ‘টাইগার’-এর সামনে দাঁড়িয়েন তিনি।
ছবির ক্যাপশনে সরাসরি ফলোয়ারদের প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রা, “আমি যদি বিগ বসে ঢুকি… তোমরা কি ড্রামার জন্য তৈরি? আমার যাওয়া উচিত কি?”
কেন্দ্রা ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশের পর থেকেই হইচই করছেন নেটিজেনরা। কেউ ভাবছেন ভাইজানের বিগ বসে নাম লেখাতে চান নীল ছবির এ তারকা। তামাশা করে একজন লিখেছেন, “এই ঘর তো তোমারই। বস হওয়ার যোগ্য তুমিই।” আরেকজন ঠাট্টা করেছেন, “এখন বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে। সিজন ৬৯-এ এস।” কেউ আবার সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেন্দ্রা কি আদৌ হিন্দি বলতে পারেন? না কি তার ভারতীয় যোগ আছে?

_(1)_(1)_(1)_20251203_123914340.jpg)
সালমানের দিকে কেন্দ্রার নজর আজ নতুন না। এর আগে বডিগার্ডের জন্মদিনেও এআই দিয়ে নিজেকে জুড়েছিলেন তার সঙ্গে।

