বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
‘গাল্লিবয়’ খ্যাত সংগীতশিল্পী মাহমুদ হাসান তাবীব গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। ফেসবুকে সাম্প্রতিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন। গানের মতো তার লেখাগুলো নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।
রাত পোহালেই ৫৪তম মহান বিজয় দিবস। স্বাধীনতার এত বছর পরও ঘুরে ফিরে এক প্রশ্নের সম্মুখী দেশের জনগণ। মানুষ আসলে কতটুকু স্বাধীনতার স্বাদ পাচ্ছেন? সোমবার (১৫ ডিসেম্বর) এক পোস্টে তাবীব জানিয়েছেন, আকাশের বুকে চিরে লাল-সবুজ পতাকা পত পত করে উড়ছে মানেই এটা স্বাধীনতা না। জনপ্রিয় র্যাপারের কথায়, ‘পতাকা উড়ছে মানেই মানুষ মুক্ত, এই মিথ্যেটাকেই আমরা স্বাধীনতা বলে উদ্যাপন করি।’
পোস্টের মন্তব্যের ঘরে স্বাধীনতার প্রকৃত অর্থ উল্লেখ করে লিখেছেন, ‘স্বাধীনতা কোনো পতাকা নয়, কোনো তারিখও নয়, স্বাধীনতা হলো ভয় ছাড়াই বাঁচার অধিকার। আর সেই অধিকার এখনও আমরা আদায় করিনি।’
পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা তার সঙ্গে সহমত জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমরা আসলে স্বাধীন না।’ অন্য একজন লিখেছেন, ‘দেশ স্বাধীন হলোও, আজও আমরা স্বাধীন হতে পারিনি’। আরও একজন লিখেছেন, ‘স্বাধীনতা সবাই রক্ষা করতে পারে না।’
২০১৯ সালে ‘গল্লি বয়’ শিরোনামের গান দিয়ে ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই গানে কণ্ঠ দিয়ে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে র্যাপার মাহমুদ হাসান তাবীব। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় গানসহ বলিউডের গানেও কণ্ঠ দিয়েছেন।
ইএইচ/