শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সান্ডা ধরতে যাবেন ‘গল্লি বয়’ গায়ক তাবীব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

সান্ডা ধরতে যাবেন ‘গল্লি বয়’ গায়ক তাবীব

হঠাৎ করেই ‘সান্ডা’ নামের একটি প্রাণী নিয়ে হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নেটিজেনরা নানারকম মন্তব্য করছেন। মরুভূমির প্রাণী এখন ভিডিও, রম্যকথা, হাস্যরসাত্মক পোস্ট ও মিমের মূল বিষয়বস্তু। কেউ কেউ ভিডিও ও ছবিসহ পোস্ট করছেন। এবার সান্ডা নিয়ে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী মাহমুদ হাসান তাবীব মজা করে বললেন বিকেলে সান্ডা ধরতে যাব। ধরতে পারলে আপনাদের দেখাব।   

আজ শুক্রবার (১৬ মে) দুপুর আড়াই টার দিকে ‘সান্ডা’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন। যেখানে সান্ডার বিষয় বেশকিছু অজানা তথ্য তুলে ধরে লিখেছেন আরব দেশের মানুষরা সান্ডাকে ব্যঙ্গ প্রতীক হিসেবে বিবেচনা করে। কাউকে কটাক্ষ করতে সান্ডা বলে।  


বিজ্ঞাপন


মমতাজকে দেখলে মায়া হয় বললেন গল্লি বয় তাবীব

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সান্ডা মরুভূমির গরম বালুর মধ্যে একা একা ঘুরে বেড়ানো এক নিরীহ প্রাণী। বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। আরবিতে তাকে দব বলে। সে নিরামিষভোজী, ধীর গতির, ভয় পেলে গর্তে ঢুকে পড়ে। কাউকে কামড়ায় না, খুব ধৈর্য ধরতে পারে, আর গরম বালুর মধ্যে বেঁচে থাকতে পারে দিনের পর দিন।’

সাম্প্রতি ‘সান্ডা’ সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে জনপ্রিয় করার পেছনে আছে কিছু প্রবাসী বাংলাদেশি ভ্লগারের ভিডিও। যা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে তাবিব লিখেছে, ‘এই নিরীহ টিকটিকিকে ঘিরেই বাংলাদেশে গড়ে উঠেছে এক তেলতত্ত্বের সাম্রাজ্য। অনেকে মনে করছেন, সান্ডার তেল পান করলে শরীরে আগুন জ্বলে, শক্তি বাড়ে। অনেকে সান্ডার তেলের ব্যবসার কথা চিন্তা করছে।’ 

সান্ডা বা দব খাওয়া ইসলামে জায়েজ কিনা


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, ‘টিকটক-রিল-ইউটিউব মেতে উঠেছে স্যান্ডা-সুন্দরী-বীরত্বের গল্পে। মরুভূমির এই টিকটিকির শরীরে বুঝি কোনো লুকোনো ‘সুপার পাওয়ার’ ছিল! যেটা বিজ্ঞানে ধরা পড়েনি। বাস্তবতা সেটি নয়। আশ্চর্য হলেও সত্য, আরব সমাজে সান্ডা কখনোই বীর না, বরং ব্যঙ্গের প্রতীক।’

আরবের লোকেরা ব্যঙ্গ করে বলে, “সে সান্ডার থেকেও বেশি ধীর’,‘সান্ডা ধৈর্যশীল, কিন্তু বোকা’।  সান্ডা যদি মাথায়ও ঢোকে, তবুও তুমি বুঝবে না! মানে, আরবরা সান্ডাকে দেখে হাসে। সান্ডা হলো সেই টিকটিকি যে জীবনে একবারও টিকটক খুলে দেখেনি।”

সান্ডা কী, এটি কি খাওয়া যায়?

সর্বশেষ তিনি মজা করে লিখেছেন, ‘আজ বাংলাদেশে সান্ডার নাম ট্রেন্ডিং! বিকেলে সান্ডা ধরতে যাব। ধরতে পারলে দেখাব আপনাদের।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর